আকাশ জাতীয় ডেস্ক:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম আগামী ১৫ জুন পর্যন্ত সীমিত আকারে চলবে। এ সময় আসামি হাজির করা লাগবে না এবং মামলা সংক্রান্ত প্রয়োজনীয় আদেশ দেয়া হবে অনলাইনে।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের রেজিস্ট্রার ( জেলা জজ) সাঈদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাইব্যুনালে সংশ্লিষ্টদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ট্রাইব্যুনালের এজলাসসহ এলাকা জীবাণুমুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত কারাগার থেকে আসামি হাজির করতে হবে না। পরিস্থিতি অনুকূলে আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। আদালতের আদেশে বিচারকগণের স্বাক্ষরের পর প্রসিকিউশন ও ডিফেন্স টিমকে জানানো হবে।
আকাশ নিউজ ডেস্ক 

























