ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায় পটুয়াখালীতে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ধর্ষকের মা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, কল যাবে ফোনে,দাবি ভোলার তরুণ উদ্ভাবকএর আমেরিকার উস্কানিতে ইরানে বিক্ষোভ : মাসুদ পেজেশকিয়ান আমার মনোনয়ন বাতিল করার কোনো কারণ ছিল না: মাহমুদুর রহমান মান্না ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিলেন ইলন মাস্ক ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে প্রভাব পড়বে না : শেখ বশিরউদ্দীন

কোহলির সেঞ্চুরিতে সিরিজ জিতলো ভারত

অাকাশ স্পোর্টস ডেস্ক:

বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেলো ভারত। দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন কোহলি। তার শতকে ভর করে পঞ্চম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে টিম ইন্ডিয়া। তাতে পাঁচ ম্যাচের সিরিজটি ৩-১ ব্যবধানে জিতে নিল ভারত।

জ্যামাইকার সাবিনা পার্কে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। কিছুটা ধীর গতির ব্যাটিং করে ৫০ ওভারে ৯ উইকেটে ২০৫ রান তোলে ক্যারিবিয়ানরা। জবাবে ৩৬.৫ ওভারেই (৭৯ বল হাতে রেখে) মাত্র ২ উইকেট খুইয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি ভারতের। দলীয় ৫ রানের মাথায় বিদায় নেন দুর্দান্ত ফর্মে থাকা শিখর ধাওয়ান (৪)। দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় ভারত। বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে মিলে দলের স্কোরশিটে জমা করেন ৭৯ রান।

দলীয় ৮৪ রানে রাহানেও (৩৯) বিদায় নেন। তারপরও জয়ের বন্দরে পৌঁছতে তেমন কোনো বেগ পেতে হয়নি ভারতকে। কোহলি করেছেন সেঞ্চুরি। ১১৫ বলে ১২টি চার ও দুটি ছক্কার সাহায্যে খেলেছেন হার না মানা ১১১ রানের ইনিংস।

বলার অপেক্ষা রাখে না যে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন কোহলি। ভারতের আরেক অপরাজিত ব্যাটসম্যান দিনেশ কার্তিক (৫০*)। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে একটি করে উইকেট ঝুলিতে জমা করেছেন আলজারি জোসেফ ও দেবেন্দ্র বিশু।

এর আগে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের সূচনাটা ভালোই ছিল। স্বাগতিকরা ধাক্কা খায় দলীয় ৩৯ রানে। এ সময় বিদায় নেন ২০ বলে ৯ রান করা এভিন লুইস। ক্যারিবিয়ানদের পক্ষে একমাত্র হাফ সেঞ্চুরিয়ান শাই হোপ। করেছেন ৫১ রান।

দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান এসেছে শাইয়ের ভাই কাইল হোপের ব্যাট থেকে। অধিনায়ক জেসন হোল্ডার করেছেন ৩৬ রান। রোভমান পাওয়েল নামের পাশে যোগ করেন ৩১ রান।

ভারতের সেরা বোলার মোহাম্মদ সামি। ৪৮ রান খরচায় পকেটে জমা করেছেন ৪ উইকেট। আরেক পেসার উমেশ যাদব লাভ করেছেন ৩ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন কেদার যাদব ও হার্দিক পান্ডিয়া।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর সিরিজ সেরার পুরস্কার জিতেছেন আজিঙ্কা রাহানে। এরপর ৯ জুলাই একমাত্র টি-টোয়েন্টি খেলতে দুই দল মুখোমুখি হবে সাবিনা পার্কে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শার্টের বুকে ‘কাপুর’ লিখে আলোচনায় আলিয়া ভাট

কোহলির সেঞ্চুরিতে সিরিজ জিতলো ভারত

আপডেট সময় ০২:৩০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭

অাকাশ স্পোর্টস ডেস্ক:

বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেলো ভারত। দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন কোহলি। তার শতকে ভর করে পঞ্চম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে টিম ইন্ডিয়া। তাতে পাঁচ ম্যাচের সিরিজটি ৩-১ ব্যবধানে জিতে নিল ভারত।

জ্যামাইকার সাবিনা পার্কে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। কিছুটা ধীর গতির ব্যাটিং করে ৫০ ওভারে ৯ উইকেটে ২০৫ রান তোলে ক্যারিবিয়ানরা। জবাবে ৩৬.৫ ওভারেই (৭৯ বল হাতে রেখে) মাত্র ২ উইকেট খুইয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি ভারতের। দলীয় ৫ রানের মাথায় বিদায় নেন দুর্দান্ত ফর্মে থাকা শিখর ধাওয়ান (৪)। দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় ভারত। বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে মিলে দলের স্কোরশিটে জমা করেন ৭৯ রান।

দলীয় ৮৪ রানে রাহানেও (৩৯) বিদায় নেন। তারপরও জয়ের বন্দরে পৌঁছতে তেমন কোনো বেগ পেতে হয়নি ভারতকে। কোহলি করেছেন সেঞ্চুরি। ১১৫ বলে ১২টি চার ও দুটি ছক্কার সাহায্যে খেলেছেন হার না মানা ১১১ রানের ইনিংস।

বলার অপেক্ষা রাখে না যে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন কোহলি। ভারতের আরেক অপরাজিত ব্যাটসম্যান দিনেশ কার্তিক (৫০*)। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে একটি করে উইকেট ঝুলিতে জমা করেছেন আলজারি জোসেফ ও দেবেন্দ্র বিশু।

এর আগে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের সূচনাটা ভালোই ছিল। স্বাগতিকরা ধাক্কা খায় দলীয় ৩৯ রানে। এ সময় বিদায় নেন ২০ বলে ৯ রান করা এভিন লুইস। ক্যারিবিয়ানদের পক্ষে একমাত্র হাফ সেঞ্চুরিয়ান শাই হোপ। করেছেন ৫১ রান।

দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান এসেছে শাইয়ের ভাই কাইল হোপের ব্যাট থেকে। অধিনায়ক জেসন হোল্ডার করেছেন ৩৬ রান। রোভমান পাওয়েল নামের পাশে যোগ করেন ৩১ রান।

ভারতের সেরা বোলার মোহাম্মদ সামি। ৪৮ রান খরচায় পকেটে জমা করেছেন ৪ উইকেট। আরেক পেসার উমেশ যাদব লাভ করেছেন ৩ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন কেদার যাদব ও হার্দিক পান্ডিয়া।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর সিরিজ সেরার পুরস্কার জিতেছেন আজিঙ্কা রাহানে। এরপর ৯ জুলাই একমাত্র টি-টোয়েন্টি খেলতে দুই দল মুখোমুখি হবে সাবিনা পার্কে।