আকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর শ্যামলী শিশু মেলার সামনে থেকে প্রায় আড়াই হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকালে অভিযানে গ্রেপ্তার দুজন হলেন, বাবুল আকন ও সুমন কামাল।
রাতে র্যাব-২ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, পেটের ভেতর বিপুল পরিমাণ ইয়াবা বিশেষ কায়দায় লুকিয়ে বহন করার সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে কামাল পেটে ইয়াবা বহন করছেন বলে স্বীকার করেন। পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে পেট থেকে ৫৫টি পলিথিন মোড়ানো প্যাকেট (২৪৭৫ পিস ইয়াবা) বের করা হয়। এসময় গ্রেপ্তার আরেকজনের কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ১৮ লাখ এক হাজার টাকা উদ্ধার করা হয়।
তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে র্যাবকে জানিয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 

























