আকাশ জাতীয় ডেস্ক:
সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল সঞ্চিতা সাহা আর নেই।
সোমবার সকাল ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে জতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন থেকে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন সঞ্চিতার সহকর্মী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সঞ্চিতা সাহা ২০১৯ সালের ৭ জুলাই সহকারী অ্যাটর্নি জেনারেল পদে যোগ দেন। তিনি সুপ্রিম কোর্টের একজন নিয়মিত আইনজীবী ছিলেন।
তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানাধীন বারোগাঁ গ্রামে। চট্টগ্রামে স্থায়ীভাবে বসবাস করতেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 




















