আকাশ জাতীয় ডেস্ক:
কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আব্দুল মূঈদ ও তার কন্যা নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, শনিবার আব্দুল মূঈদ ও তার কন্যার করোনা টেস্টে ফলাফল পজেটিভ আসে। তারা বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।
এ ছাড়াও এগ্রিকালচারাল ট্রেনিং ইনস্টিটিউটের (এটিআই) মূখ্য প্রশিক্ষক নূরুল আমিন পাটোয়ারি জ্বর শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখনো তার করোনা টেস্টের রেজাল্ট পাওয়া যায়নি।
কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব খায়রুল আলম প্রিন্স সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আব্দুল মূঈদসহ সকলের জন্যে সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে দোয়া চাওয়া হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















