আকাশ জাতীয় ডেস্ক:
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভ্যাকসিন আনা হবে দেশে। আর জুন থেকেই দেশে এর ক্লিনিকাল টেস্ট শুরুর পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন ওষুধ প্রশাসনের মহাপরিচালক ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মাহবুবুর রহমান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
করোনার এই ভ্যাকসিন তৈরিতে অক্সফোর্ডের সঙ্গে আছে ফার্মাসিউটিক্যাল জায়ান্ট আস্ট্রাজেনকা। তারা এর উৎপাদন ও বৃহৎ পরিসরে বণ্টনের দায়িত্বে আছে।
আস্ট্রাজেনকার সঙ্গে অক্সফোর্ডের সমঝোতার বিষয়টি গত সপ্তাহে প্রকাশিত হয়েছে। এই সমঝোতার ফলে দ্রুতই বিশ্বের সব প্রান্তে পৌঁছে দেয়া যাবে কোভিড-১৯ ভ্যাকসিন। ইতোমধ্যে মানবদেহে এই ভ্যাকসিন প্রবেশ করানো হয়েছে। যাতে ব্রিটেনের শত শত স্বেচ্ছাসেবী অংশ নিয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















