ঢাকা ০১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতার মালা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু

টানা দ্বিতীয় মেয়াদে এমসিসি’র প্রেসিডেন্ট হচ্ছেন সাঙ্গাকারা

আকাশ স্পোর্টস ডেস্ক:

টানা দ্বিতীয়বারের মতো মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রেসিডেন্ট হচ্ছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে এমসিসি।

এমসিসি’র প্রেসিডেন্ট পদে এক বছরের মেয়াদে সাধারণত একজনকেই দায়িত্ব পালন করতে দেখা যায়। প্রথম নন-ব্রিটিশ প্রেসিডেন্ট সাঙ্গাকারাকে দ্বিতীয় মেয়াদে থাকার প্রস্তাব দিয়ে সেই ঐতিহ্যে ছেদ টানলো খোদ এমসিসি। সর্বশেষ ১ বছরের বেশি মেয়াদে থাকার ঘটনা ঘটেছিল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।

১৮২১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এমসিসি’র পদে আসীন হয়েছেন মোট ১৬৮ জন। এই সময়ে ক্রিকেটীয় আইনের এই অবিভাবক সংস্থায় দ্বিতীয় মেয়াদে থাকাদের মধ্যে সাঙ্গাকারা হলেন চতুর্থ ব্যক্তি। আগামী ২৪ জুন বসতে চলা এমসিসি’র বোর্ড সদস্যদের বার্ষিক সাধারণ অধিবেশনে সাঙ্গাকারার নিয়োগ চূড়ান্ত হবে।

এমসিসি’র সঙ্গে সাঙ্গাকারার সম্পর্ক অনেক পুরনো। ২০১১ সালে এমসিসি’র এক সভায় স্মরণীয় এক ভাষণ দিয়েছিলেন এই লঙ্কান কিংবদন্তি। ২০১২ সালে ক্লাবের সম্মানসূচক আজীবন সদস্যপদ দেওয়া হয় তাকে এবং একই বছর ক্লাবের বিশ্ব ক্রিকেট কমিটিতে যোগ দেন তিনি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে এমসিসি’র নেতৃত্ব দেন সাঙ্গাকারা। ১৯৭৩ সালের পর এটাই এমসিসি’র প্রথম পাকিস্তান সফর। এই সফরের উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক দলগুলোকে ফের দেশটিতে সফরের ব্যাপারে উৎসাহ দেওয়া। প্রায় এক যুগ আগে সফররত শ্রীলঙ্কা দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর থেকে দেশটিতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন বন্ধ ছিল। শ্রীলঙ্কার ওই দলে সাঙ্গাকারাও ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে শপিংমলে আগুন, ৫ জনের মৃত্যু

টানা দ্বিতীয় মেয়াদে এমসিসি’র প্রেসিডেন্ট হচ্ছেন সাঙ্গাকারা

আপডেট সময় ০৮:৩৫:২১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০

আকাশ স্পোর্টস ডেস্ক:

টানা দ্বিতীয়বারের মতো মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রেসিডেন্ট হচ্ছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে এমসিসি।

এমসিসি’র প্রেসিডেন্ট পদে এক বছরের মেয়াদে সাধারণত একজনকেই দায়িত্ব পালন করতে দেখা যায়। প্রথম নন-ব্রিটিশ প্রেসিডেন্ট সাঙ্গাকারাকে দ্বিতীয় মেয়াদে থাকার প্রস্তাব দিয়ে সেই ঐতিহ্যে ছেদ টানলো খোদ এমসিসি। সর্বশেষ ১ বছরের বেশি মেয়াদে থাকার ঘটনা ঘটেছিল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।

১৮২১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এমসিসি’র পদে আসীন হয়েছেন মোট ১৬৮ জন। এই সময়ে ক্রিকেটীয় আইনের এই অবিভাবক সংস্থায় দ্বিতীয় মেয়াদে থাকাদের মধ্যে সাঙ্গাকারা হলেন চতুর্থ ব্যক্তি। আগামী ২৪ জুন বসতে চলা এমসিসি’র বোর্ড সদস্যদের বার্ষিক সাধারণ অধিবেশনে সাঙ্গাকারার নিয়োগ চূড়ান্ত হবে।

এমসিসি’র সঙ্গে সাঙ্গাকারার সম্পর্ক অনেক পুরনো। ২০১১ সালে এমসিসি’র এক সভায় স্মরণীয় এক ভাষণ দিয়েছিলেন এই লঙ্কান কিংবদন্তি। ২০১২ সালে ক্লাবের সম্মানসূচক আজীবন সদস্যপদ দেওয়া হয় তাকে এবং একই বছর ক্লাবের বিশ্ব ক্রিকেট কমিটিতে যোগ দেন তিনি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে এমসিসি’র নেতৃত্ব দেন সাঙ্গাকারা। ১৯৭৩ সালের পর এটাই এমসিসি’র প্রথম পাকিস্তান সফর। এই সফরের উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক দলগুলোকে ফের দেশটিতে সফরের ব্যাপারে উৎসাহ দেওয়া। প্রায় এক যুগ আগে সফররত শ্রীলঙ্কা দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর থেকে দেশটিতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন বন্ধ ছিল। শ্রীলঙ্কার ওই দলে সাঙ্গাকারাও ছিলেন।