আকাশ জাতীয় ডেস্ক:
লোহাগড়া পৌর এলাকায় এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর মা থানায় মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, লোহাগড়া পৌর এলাকার কচুবাড়িয়া গ্রামের মাদ্রাসাছাত্রীকে বিয়ের প্রতিশ্রুত দিয়ে পার্শ্ববর্তী বাঁকা গ্রামের বক্কার শেখের ছেলে লিটন শেখ রোববার সন্ধ্যায় একটি বাগানে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে যায়। তাকে বাড়িতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজে ওই বাগান থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় মেয়েটির মা সোমবার দুপুরে থানায় মামলা করেন। পুলিশ ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে নড়াইল সদর হাসপাতালে পাঠিয়েছে।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























