ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে: সিইসি ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে ওসমান হাদির পরিবার ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক : রিজভী নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান

করোনা টেস্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা টেস্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে এখন রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ দক্ষ টেকনিশিয়ানের অভাবে যেভাবে সোয়াপ নেওয়া হচ্ছে, যেভাবে নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং নমুনাগুলো পরিবহন করে ল্যাবে নিয়ে আসা হচ্ছে, সেই প্রক্রিয়া ত্রুটিপূর্ণ বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন। নমুনাগুলো সঠিকভাবে পরীক্ষা হচ্ছে না বলেও মনে করছেন কোনো কোনো বিশেষজ্ঞ। এর ফলে একই রোগীর একেক সময় একেক রকম ফলাফল আসছে। এই ফলাফলের বিশ্বাসযোগ্যতা এবং মান নিয়ে প্রশ্নও উঠেছে।

এখন সারা দেশে ৩০টিরও বেশি স্থানে পিসিআর ল্যাবের মাধ্যমে করোনা পরীক্ষার ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু করোনা পরীক্ষার জন্য যে টেকনিশিয়ান এবং কারিগরিভাবে দক্ষ লোক দরকার, এসবের তীব্র অভাব রয়েছে। এই অভাবের কারণে যথাযথভাবে নমুনা নেওয়া যাচ্ছে না এবং নমুনা সংরক্ষণ ও পরিবহনের ক্ষেত্রে ত্রুটি হচ্ছে।

সাধারণ মানুষ তো বটেই, মুগদা জেনারেল হাসপাতালের সাবেক পরিচালক ডা. সাদেকুল ইসলামের নমুনার ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিভ্রান্তি। গত ২২ এপ্রিল প্রথম তার নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। ২৩ এপ্রিল রিপোর্টে দেখা যায় যে তিনি করোনা পজিটিভ। এর প্রেক্ষিতে তিনি কোয়ারেন্টাইনে চলে যান। এর কদিন পর তিনি ২৬ এপ্রিল আবার পরীক্ষা করান। সেই পরীক্ষায় দেখা যায় যে তিনি নেগেটিভ। এরকম বিভ্রান্তি হচ্ছে অনেকের ক্ষেত্রে।

বিশেষজ্ঞরা মনে করছেন, নমুনা সংগ্রহটা করোনা পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার জন্য প্রশিক্ষণ দরকার, যেটা আইইডিসিআর অত্যন্ত যত্নের সাথে করতো। আইইডিসিআরকে বাদ দেওয়ার ফলে এখন নমুনা সংগ্রহ এবং নমুনাকে ল্যাবে নিয়ে আসাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে নানা জটিলতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে বাংলাদেশে করোনা পরীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়ে আরেকটি নতুন সংকট তৈরি হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করোনা টেস্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে

আপডেট সময় ১১:২২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা টেস্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে এখন রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ দক্ষ টেকনিশিয়ানের অভাবে যেভাবে সোয়াপ নেওয়া হচ্ছে, যেভাবে নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং নমুনাগুলো পরিবহন করে ল্যাবে নিয়ে আসা হচ্ছে, সেই প্রক্রিয়া ত্রুটিপূর্ণ বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন। নমুনাগুলো সঠিকভাবে পরীক্ষা হচ্ছে না বলেও মনে করছেন কোনো কোনো বিশেষজ্ঞ। এর ফলে একই রোগীর একেক সময় একেক রকম ফলাফল আসছে। এই ফলাফলের বিশ্বাসযোগ্যতা এবং মান নিয়ে প্রশ্নও উঠেছে।

এখন সারা দেশে ৩০টিরও বেশি স্থানে পিসিআর ল্যাবের মাধ্যমে করোনা পরীক্ষার ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু করোনা পরীক্ষার জন্য যে টেকনিশিয়ান এবং কারিগরিভাবে দক্ষ লোক দরকার, এসবের তীব্র অভাব রয়েছে। এই অভাবের কারণে যথাযথভাবে নমুনা নেওয়া যাচ্ছে না এবং নমুনা সংরক্ষণ ও পরিবহনের ক্ষেত্রে ত্রুটি হচ্ছে।

সাধারণ মানুষ তো বটেই, মুগদা জেনারেল হাসপাতালের সাবেক পরিচালক ডা. সাদেকুল ইসলামের নমুনার ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিভ্রান্তি। গত ২২ এপ্রিল প্রথম তার নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। ২৩ এপ্রিল রিপোর্টে দেখা যায় যে তিনি করোনা পজিটিভ। এর প্রেক্ষিতে তিনি কোয়ারেন্টাইনে চলে যান। এর কদিন পর তিনি ২৬ এপ্রিল আবার পরীক্ষা করান। সেই পরীক্ষায় দেখা যায় যে তিনি নেগেটিভ। এরকম বিভ্রান্তি হচ্ছে অনেকের ক্ষেত্রে।

বিশেষজ্ঞরা মনে করছেন, নমুনা সংগ্রহটা করোনা পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার জন্য প্রশিক্ষণ দরকার, যেটা আইইডিসিআর অত্যন্ত যত্নের সাথে করতো। আইইডিসিআরকে বাদ দেওয়ার ফলে এখন নমুনা সংগ্রহ এবং নমুনাকে ল্যাবে নিয়ে আসাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে নানা জটিলতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে বাংলাদেশে করোনা পরীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়ে আরেকটি নতুন সংকট তৈরি হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।