অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের চার্লসটন শহরের ‘কিং’ রেস্টুরেন্টে এক কর্মচারীর ছোঁড়া গুলিতে ১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। শুক্রবার মধ্যাহ্নভোজের সময় এই ঘটনা ঘটে বলে জানায় কর্তৃপক্ষ।
পুলিশি অভিযানের পর এই ঘটনায় সন্দেহভাজন একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েকঘণ্টা ধরে বেশকিছু মানুষকে সেখানে অস্ত্রের মুখে বন্দী করে রাখা হয়েছিল। পুলিশ জানায়, বর্তমানে তারা মুক্ত এবং নিরাপদে রয়েছেন।
জানা যায়, প্রথমে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা ১৭ মিনিটে গোলাগুলি শুরু হয়। পরে আড়াইটার দিকে বেশ জোরে একটা শব্দ শুনতে পান উপস্থিত লোকজন। কিন্তু সেটা ঠিক গুলির আওয়াজের মত বিকট ছিল না। তারপর ঘটনাস্থল থেকে পুলিশ স্ট্রেচারে করে এক ব্যক্তিকে সরিয়ে নেয়। পরে জায়গাটিকে পুলিশ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়।
শহরের মেয়র জন টেকলেনবার্গ জানান, ‘এটা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। কোনো হেট ক্রাইমও নয়। এক মানসিক বিকারগ্রস্ত রেস্টুরেন্ট কর্মচারী এই ঘটনা ঘটিয়েছে।’
আকাশ নিউজ ডেস্ক 
























