অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলের অদূরে জাহাজ ডুবির ঘটনায় ২০ ইরাকি নাবিকের লাশ উদ্ধার করা হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয় বৃহস্পতিবার একথা জানায়। বিদেশি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যাওয়ার এই ঘটনা ঘটে।এ তথ্য প্রকাশ করেছে এএফপি।
আল-মেসবার নামের জাহাজটি শনিবার ইরাকি জলসীমায় একটি বিদেশি পতাকাবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যাওয়ার পর আট ইরাকি নাবিককে জীবিত ও চার জনের লাশ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার জাহাজ উত্তোলনের পর আরো ১৬জনের লাশ উদ্ধার করা হয়। এই নিয়ে মোট ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 

























