অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
জাপানের ইয়োকোসুকায় রয়েছে মার্কিন সপ্তম নৌবহরের ঘাঁটি এবং সম্প্রতি এ বহরের কয়েকটি জাহাজের সঙ্গে চার দফা পণ্যবাহী জাহাজের সংঘর্ষ হয়েছে। তাতে কমপক্ষে দুটি জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন নৌ সেনা হতাহত হয়েছে। এসব ঘটনার জন্য ভাইস অ্যাডমিরাল জোসেফ অকয়েনকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হবে। দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য প্রকাশ করেছে।
মার্কিন কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, সপ্তম নৌবহরের নেতৃত্বে দ্রুত পরিবর্তন আনা জরুরি হয়ে পড়েছে। সর্বশেষ, গত সোমবার মার্কিন গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস জন এস ম্যাককেইনের সঙ্গে সিঙ্গাপুরের একটি বাণিজ্যিক জাহাজের সংঘর্ষ হয় এবং এতে ১০ জন মার্কিন সেনা নিখোঁজ রয়েছে।
সিঙ্গাপুরে শুভেচ্ছা সফরে যাওয়ার পথে মালাক্কা প্রণালী পার হওয়ার সময় সংঘর্ষ ঘটে। নিখোঁজ সেনারা সবাই জাহাজের ভেতরে মারা গেছে বলে মনে করা হচ্ছে। ডুবুরিরাও এমনই তথ্য দিয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























