অাকাশ জাতীয় ডেস্ক:
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সরকার চাইলে নাইকোর সঙ্গে অবৈধ চুক্তিতে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চ নাইকোর সঙ্গে করা বাপেক্স ও পেট্রোবাংলার দুটি চুক্তি অবৈধ ঘোষণা করে রায় দেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, গ্যাস উত্তোলন ও সরবরাহের জন্য ২০০৩ ও ২০০৬ সালে নাইকোর সঙ্গে দুটি চুক্তি করে বাপেক্স ও পেট্রোবাংলা। হাইকোর্ট দুটি চুক্তি অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন। সরকার চাইলে দুর্নীতির মাধ্যমে করা এই দুই চুক্তিতে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। তিনি আরও বলেন, রায়ে নাইকোর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ রায়ে জনগণের বিজয় হয়েছে।
এর আগে সকালে কানাডাভিত্তিক তেল ও গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নাইকোর সাথে বাপেক্স ও পেট্রোবাংলার দুই চুক্তি অবৈধ ও বাতিল ঘোষণা করে হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেন।
আকাশ নিউজ ডেস্ক 

























