আকাশ জাতীয় ডেস্ক:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারে সরকারের নীতিনির্ধারক, উচ্চপদস্থ ও গণ্যমান্য ব্যক্তিদের নামে কটূক্তি ও মানহানিকর তথ্য দেওয়ার অভিযোগে সবুজ খন্দকার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এসময় গ্রেফতার সবুজের কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ডিএমপির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মনিরুল ইসলাম জানান, ‘Sobuj Khandaker’ নামে ফেসবুক মেসেঞ্জার অ্যাকাউন্ট থেকে সরকারের নীতিনির্ধারক, উচ্চপদস্থ ও গণ্যমান্য ব্যক্তিদের নামে হুমকি, কটূক্তি ও মানহানিকর অশ্লীল বার্তা দেওয়া হচ্ছিলো। এ বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযুক্ত সবুজকে মগবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার সবুজের বিরুদ্ধে ডিএমপির রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 




















