আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাসের মূলকেন্দ্র নিউইয়র্কের চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম। সেখানে সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষ্যে দিনে অন্তত ৪০ হাজার পরীক্ষা করার টার্গেট নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ৫ হাজার ফার্মেসি বা ওষুধের দোকানকে কাজে লাগানো হবে বলে ঘোষণা করেছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কোমো। খবর বিবিসি। যুক্তরাষ্ট্রে গতকাল পর্যন্ত ৯ লাখ ৩৮ হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৫৩ হাজার ৭৫১ জনের; এর মধ্যে শুধু নিউইয়র্কে মৃত্যু হয়েছে এর এক-তৃতীয়াংশ। এ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এ জন্য অতিরিক্ত পরীক্ষা করার জন্য ফার্মেসিগুলোকে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন গভর্নর।
নিউ ইয়র্কে গড়ে প্রতিদিন ২০ হাজার মানুষের করোনা পরীক্ষা করা হয়ে থাকে। সে সংখ্যা বাড়িয়ে ৪০ হাজার করা হবে। এ জন্য ফার্মেসির কর্মীরা নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ৩০০টি অনুমোদিত ল্যাবের যে কোনোটিতে পাঠাবে। তিন দিনের মধ্যে পাওয়া যাবে ফল।
অ্যান্ড্রু কোমো জানান, যেসব পেশার মানুষ করোনা আক্রান্ত হওয়ার বেশি ঝুঁকিতে আছেন, প্রাথমিকভাবে তারা ফার্মেসিতে পরীক্ষা করানোর সুযোগ পাবেন। আলবানিতে নিয়মি কোমো বলেন, ‘চিকিৎসাকর্মী, জরুরি কাজে নিয়োজিত কর্মী যেমনÑ বাসচালক, মুদিদোকানদার, ক্লার্ক, লন্ড্রিকর্মীসহ যারা সংকটপূর্ণ এ সময়ের ভার বহন করছেন’ তারা পরীক্ষা করাতে পারবেন। তিনি আরও বলেন, ‘আশা করি একদিন আমরা এমন ব্যবস্থা চালু করতে পারব, যখন যে কেউই চাইলে পরীক্ষা করিয়ে নিতে পারবে।’
আকাশ নিউজ ডেস্ক 



















