আকাশ স্পোর্টস ডেস্ক:
করোনাভাইরাসের এ সংকট মুহূর্তে ক্রিকেট বোর্ডের আর্থিক সমস্যা এড়ানোর জন্য বিভিন্ন পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা।
তিনি বলেন, মহামারী আকার ধারণ করা করোনাভাইরাসের কারণে মানব জীবন স্থবির হয়ে পড়েছে। ক্রিকেট সমর্থকরা এখন খেলা দেখতে পারছেন না। এভাবে দীর্ঘদিন চলতে থাকলে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড অচল হয়ে যাবে।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় জনপ্রিয় এ ধারাভাষ্যকার আরও বলেন, মাঠে খেলা না থাকলে ক্রিকেটারদের বেতন এবং ক্রিকেট বোর্ড পরিচলানার ব্যয় চালিয়ে যাওয়া কষ্টকর হবে।
পাকিস্তানের সাবেক এ তারকা ক্রিকেটার আরও বলেন, আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও (পিসিবি) অনুরোধ করব যেন অন্যান্য ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে এই মুহূর্তে ফাঁকা মাঠে সিরিজ আয়োজনের ব্যবস্থা করা হয়।
রমিজ রাজা বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি না হওয়া পর্যন্ত আমরা সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থার মাধ্যমে এ রোগের সংক্রমণ থেকে রক্ষা পেতে পারি।
আকাশ নিউজ ডেস্ক 






















