আকাশ জাতীয় ডেস্ক:
সরকারি তিতুমীর কলেজের সাবেক ভিপি মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন চৌধুরী (সেলিম চৌধুরী) আর নেই।
বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
কুতুব উদ্দিন চৌধুরীর চাচাতো ভাই আলী ইমাম চৌধুরী বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
কুতুব উদ্দিন চৌধুরী ১৯৭০-৭২ সাল পর্যন্ত সরকারি তিতুমীর কলেজে ছাত্র সংসদের নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) ছিলেন। ১৯৭১ সালে তিনি মহান মুক্তিযুদ্ধেও অংশ নিয়েছিলেন।
তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন পরিষদে টানা ২৫ বছর নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 




















