আকাশ জাতীয় ডেস্ক:
শেরপুরে সিভিল সার্জন কার্যালয়ের কর্মচারীসহ নতুন করে সাত জন করোনা রোগী শনাক্ত হয়েছে। লকডাউন করা হয়েছে সিভিল সার্জন কার্যালয়। সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন আনোয়ারুল রউফ।
তিনি জানান, নতুন শনাক্ত হওয়া সাত জনের মধ্যে তিন জনই সিভিল সার্জন কার্যালয়ের কর্মচারী। অন্যরা হলেন- ঝিনাইগাতী থানা পুলিশের দুই কর্মকর্তা, নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মী ও ঢাকা ফেরত এক পোশাককর্মী। তাদের রাতেই আইসোলেশন ইউনিটে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নতুন সাত জনসহ জেলায় ২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে পাঁচ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আকাশ নিউজ ডেস্ক 



















