অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর তেজগাঁও কুনিপাড়া এলাকায় বোনের বাসায় এক তরুণী ‘আত্মহত্যা’ করেছে বলে দাবি করেছেন স্বজনরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম দীপা আক্তার (২৫)। তাঁর বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার গুনাইঘর গ্রামে।
দীপার ছোট বোন শারমিনের ভাষ্য, দীপা রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকায় স্বামী শামীম হোসেনের সঙ্গে থাকতেন। তাঁদের তিন সন্তান রয়েছে। চার থেকে পাঁচ দিন আগে পারিবারিক কলহের জেরে দীপাকে মারধর করে বাসা থেকে বের করে দেন তাঁর স্বামী শামীম হোসেন। এর পর তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকায় শারমিনের বাসায় ওঠেন দীপা। মঙ্গলবার রাতে গলায় ফাঁস দেন তিনি। বিষয়টি টের পেয়ে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দীপাকে মৃত ঘোষণা করেন।
শারমিনের অভিযোগ, স্বামীর অত্যাচার সইতে না পেরেই তাঁর বোন আত্মহত্যা করেছেন। এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ওই তরুণীর আত্মহত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 

























