আকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টা ৫০ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে উৎপত্তিস্থলে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।
ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল মিয়ানমারের ৩৫ কিলোমিটার দক্ষিণ পূর্ব এবং ভারতের আইজল থেকে ১৬৮ কিলোমিটার দক্ষিণ পূর্বে ছিল। এটি পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে ছিল।
চট্টগ্রাম জেলা ছাড়াও রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারে একই সময়ে ভূমিকম্প হয়। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
আকাশ নিউজ ডেস্ক 




















