ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি বিএনপি নেতার মৃত্যু, অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে প্রত্যাহার রাজধানীর তিন পয়েন্ট অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

গোপনে মধ্যবিত্তের পাশে ফেসবুক গ্রুপ ‘কিছু করতে চাই’

আকাশ নিউজ ডেস্ক: 

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া নিষেধ। তাই বন্ধ হয়ে গেছে অনেকের আয়-রোজগার।

নিম্নবিত্তদের পাশে দাঁড়াচ্ছে সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠান ও সংগঠন। ব্যক্তিগত উদ্যোগেও সহায়তার হাত বাড়াচ্ছেন অনেকে। কিন্তু মধ্যবিত্তরা তাদের কথা কাউকে বলতে পারছেন না। সংকটে থাকলেও লোকলজ্জায় তারা প্রকাশ্যে কারও কাছে কিছু চাইতে পারছেন না।

রাজশাহীতে বিপাকে পড়া এমন মধ্যবিত্তদের সহায়তায় এগিয়ে এসেছে ‘কিছু করতে চাই’ নামের একটি ফেসবুক গ্রুপ।

গোপনেই মধ্যবিত্তদের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে আসছেন গ্রুপের সদস্যরা। প্রকাশ করা হচ্ছে না কারও নাম-ঠিকানা এবং ছবি। যোগাযোগ করা হলে গ্রুপের দুই অ্যাডমিনও নিজেদের পরিচয় প্রকাশ করতে চাননি।

তারা বলেছেন, গোপনে-নীরবে মানুষের কল্যাণে কাজ করতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। দুই অ্যাডমিন পেশায় ব্যবসায়ী।

তারা জানান, প্রথমদিকে ‘কিছু করতে চাই’ গ্রুপ খুলে তারা নিজেরা কার্যক্রম শুরু করেন। পরে গ্রুপে থাকা তাদের বন্ধুরা এগিয়ে আসেন। এখন গ্রুপের আরও অনেকেই সহযোগিতা করছেন। গ্রুপে কেউ নিজের সমস্যার কথা জানিয়ে মেসেজ দিলেই তার বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে খাদ্যসামগ্রী।

গ্রুপের একজন অ্যাডমিন বলছেন, নাম-পরিচয় গোপন থাকছে, ছবি তোলা হচ্ছে না দেখে অনেক মধ্যবিত্ত তাদের সমস্যার কথা জানাচ্ছেন। শুধু রাজশাহী মহানগরী নয়, জেলার প্রত্যন্ত এলাকা থেকেও তাদের কাছে মেসেজ আসছে। সহায়তা দিতে গিয়ে এমন কিছু মানুষ তারা দেখেছেন, যা ভাবতেই পারেননি।

অ্যাডমিন জানান, করোনা পরিস্থিতির মধ্যেই তারা প্রায় সাত হাজার পরিবারকে চাল, ডাল, আলুসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। শুধু মধ্যবিত্তই নয়; গরীব, অসহায়, দুস্থ, দিনমজুরদেরও খাদ্য সহায়তা দিচ্ছেন তারা।

উদ্যোক্তারা জানান, ভয়াবহ এই সংকটে যদি তাদের সঙ্গে আরও কিছু বিত্তবান ব্যক্তি যোগ দেন তাহলে তারা আরও অধিক সংখ্যক মানুষের জন্য কাজ করতে পারবেন। তাই তাদের সঙ্গে সামর্থ্যবানদের যোগ দেয়ার আহ্বান জানান তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপনে মধ্যবিত্তের পাশে ফেসবুক গ্রুপ ‘কিছু করতে চাই’

আপডেট সময় ১০:৫৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০

আকাশ নিউজ ডেস্ক: 

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া নিষেধ। তাই বন্ধ হয়ে গেছে অনেকের আয়-রোজগার।

নিম্নবিত্তদের পাশে দাঁড়াচ্ছে সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠান ও সংগঠন। ব্যক্তিগত উদ্যোগেও সহায়তার হাত বাড়াচ্ছেন অনেকে। কিন্তু মধ্যবিত্তরা তাদের কথা কাউকে বলতে পারছেন না। সংকটে থাকলেও লোকলজ্জায় তারা প্রকাশ্যে কারও কাছে কিছু চাইতে পারছেন না।

রাজশাহীতে বিপাকে পড়া এমন মধ্যবিত্তদের সহায়তায় এগিয়ে এসেছে ‘কিছু করতে চাই’ নামের একটি ফেসবুক গ্রুপ।

গোপনেই মধ্যবিত্তদের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে আসছেন গ্রুপের সদস্যরা। প্রকাশ করা হচ্ছে না কারও নাম-ঠিকানা এবং ছবি। যোগাযোগ করা হলে গ্রুপের দুই অ্যাডমিনও নিজেদের পরিচয় প্রকাশ করতে চাননি।

তারা বলেছেন, গোপনে-নীরবে মানুষের কল্যাণে কাজ করতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। দুই অ্যাডমিন পেশায় ব্যবসায়ী।

তারা জানান, প্রথমদিকে ‘কিছু করতে চাই’ গ্রুপ খুলে তারা নিজেরা কার্যক্রম শুরু করেন। পরে গ্রুপে থাকা তাদের বন্ধুরা এগিয়ে আসেন। এখন গ্রুপের আরও অনেকেই সহযোগিতা করছেন। গ্রুপে কেউ নিজের সমস্যার কথা জানিয়ে মেসেজ দিলেই তার বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে খাদ্যসামগ্রী।

গ্রুপের একজন অ্যাডমিন বলছেন, নাম-পরিচয় গোপন থাকছে, ছবি তোলা হচ্ছে না দেখে অনেক মধ্যবিত্ত তাদের সমস্যার কথা জানাচ্ছেন। শুধু রাজশাহী মহানগরী নয়, জেলার প্রত্যন্ত এলাকা থেকেও তাদের কাছে মেসেজ আসছে। সহায়তা দিতে গিয়ে এমন কিছু মানুষ তারা দেখেছেন, যা ভাবতেই পারেননি।

অ্যাডমিন জানান, করোনা পরিস্থিতির মধ্যেই তারা প্রায় সাত হাজার পরিবারকে চাল, ডাল, আলুসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। শুধু মধ্যবিত্তই নয়; গরীব, অসহায়, দুস্থ, দিনমজুরদেরও খাদ্য সহায়তা দিচ্ছেন তারা।

উদ্যোক্তারা জানান, ভয়াবহ এই সংকটে যদি তাদের সঙ্গে আরও কিছু বিত্তবান ব্যক্তি যোগ দেন তাহলে তারা আরও অধিক সংখ্যক মানুষের জন্য কাজ করতে পারবেন। তাই তাদের সঙ্গে সামর্থ্যবানদের যোগ দেয়ার আহ্বান জানান তারা।