আকাশ জাতীয় ডেস্ক:
জেলা প্রশাসন, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানের মধ্যেও চট্টগ্রামে থামানো যাচ্ছে না আড্ডাবাজি। অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট কিংবা পুলিশের সঙ্গে ‘চোর-পুলিশ খেলে’ চায়ের দোকান-গলির মুখে জড়ো হয়ে আড্ডা দিচ্ছেন অনেকেই।
সামাজিক দূরত্ব না মেনে চায়ের দোকানে আড্ডা দেওয়া এসব লোকজনকে ধরতে সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় নগরের ইপিজেড থানার কলসি দীঘির পাড় এলাকায় ছদ্মবেশে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।
এ সময় নির্দেশনা না মেনে সন্ধ্যার পর দোকান খোলা রাখায় দায়ে চায়ের দোকানিকে ১০ হাজার টাকা এবং সন্ধ্যা ৬টার পর ঘর থেকে বের হয়ে আড্ডা দেওয়ায় ৭ জনকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জানান- অনুরোধ করে, বুঝিয়ে, সচেতন করেও লোকজনকে বাসায় রাখা যাচ্ছে না। আমাদের গাড়ি দেখে তারা পালিয়ে গেলেও আমরা চলে আসার পর ফের আড্ডা দেয়। এ কারণে আড্ডাবাজদের ধরতে ছদ্মবেশে অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, গাড়ি দূরে রেখে সিভিল ড্রেসের কয়েকজন আমরা একটি চায়ের দোকানে যাই। সেখানে ২০-২৫ জন বসে আড্ডা দিচ্ছিলেন। সন্ধ্যার পরে বাসার বাইরে আড্ডা দেওয়ার বিষয়ে জানতে চাইলে অনেকেই দৌড়ে পালিয়ে যান। ৭ জনকে আমরা আটক করি।
ম্যাজিস্ট্রেট জানান, চারতলা একটি ভবনের নিচ তলায় মুদি দোকানের একপাশে জুস এবং চা বিক্রি করছিলেন দোকানি। সন্ধ্যার পর দোকান খোলা রাখার দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ৭ আড্ডাবাজকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 




















