ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান নির্বাচনে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে: সেনাপ্রধান বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কাঙ্ক্ষিত পর্যায়ে নেই: পররাষ্ট্র উপদেষ্টা হাদি হত্যা: ফয়সাল করিমের আরেক সহযোগী গ্রেফতার, ৬ দিনের রিমান্ড টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে বিজয়ী হলে প্রয়োজনে জীবন দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো : মামুনুল হক তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে অসুস্থ ফজলুর রহমান গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই : ড. মোশাররফ এবার দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

আড্ডাবাজ ধরতে চায়ের দোকানে ছদ্মবেশে ম্যাজিস্ট্রেট

আকাশ জাতীয় ডেস্ক: 

জেলা প্রশাসন, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানের মধ্যেও চট্টগ্রামে থামানো যাচ্ছে না আড্ডাবাজি। অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট কিংবা পুলিশের সঙ্গে ‘চোর-পুলিশ খেলে’ চায়ের দোকান-গলির মুখে জড়ো হয়ে আড্ডা দিচ্ছেন অনেকেই।

সামাজিক দূরত্ব না মেনে চায়ের দোকানে আড্ডা দেওয়া এসব লোকজনকে ধরতে সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় নগরের ইপিজেড থানার কলসি দীঘির পাড় এলাকায় ছদ্মবেশে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

এ সময় নির্দেশনা না মেনে সন্ধ্যার পর দোকান খোলা রাখায় দায়ে চায়ের দোকানিকে ১০ হাজার টাকা এবং সন্ধ্যা ৬টার পর ঘর থেকে বের হয়ে আড্ডা দেওয়ায় ৭ জনকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জানান- অনুরোধ করে, বুঝিয়ে, সচেতন করেও লোকজনকে বাসায় রাখা যাচ্ছে না। আমাদের গাড়ি দেখে তারা পালিয়ে গেলেও আমরা চলে আসার পর ফের আড্ডা দেয়। এ কারণে আড্ডাবাজদের ধরতে ছদ্মবেশে অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, গাড়ি দূরে রেখে সিভিল ড্রেসের কয়েকজন আমরা একটি চায়ের দোকানে যাই। সেখানে ২০-২৫ জন বসে আড্ডা দিচ্ছিলেন। সন্ধ্যার পরে বাসার বাইরে আড্ডা দেওয়ার বিষয়ে জানতে চাইলে অনেকেই দৌড়ে পালিয়ে যান। ৭ জনকে আমরা আটক করি।

ম্যাজিস্ট্রেট জানান, চারতলা একটি ভবনের নিচ তলায় মুদি দোকানের একপাশে জুস এবং চা বিক্রি করছিলেন দোকানি। সন্ধ্যার পর দোকান খোলা রাখার দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ৭ আড্ডাবাজকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান

আড্ডাবাজ ধরতে চায়ের দোকানে ছদ্মবেশে ম্যাজিস্ট্রেট

আপডেট সময় ০৯:৫৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০

আকাশ জাতীয় ডেস্ক: 

জেলা প্রশাসন, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানের মধ্যেও চট্টগ্রামে থামানো যাচ্ছে না আড্ডাবাজি। অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট কিংবা পুলিশের সঙ্গে ‘চোর-পুলিশ খেলে’ চায়ের দোকান-গলির মুখে জড়ো হয়ে আড্ডা দিচ্ছেন অনেকেই।

সামাজিক দূরত্ব না মেনে চায়ের দোকানে আড্ডা দেওয়া এসব লোকজনকে ধরতে সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় নগরের ইপিজেড থানার কলসি দীঘির পাড় এলাকায় ছদ্মবেশে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

এ সময় নির্দেশনা না মেনে সন্ধ্যার পর দোকান খোলা রাখায় দায়ে চায়ের দোকানিকে ১০ হাজার টাকা এবং সন্ধ্যা ৬টার পর ঘর থেকে বের হয়ে আড্ডা দেওয়ায় ৭ জনকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জানান- অনুরোধ করে, বুঝিয়ে, সচেতন করেও লোকজনকে বাসায় রাখা যাচ্ছে না। আমাদের গাড়ি দেখে তারা পালিয়ে গেলেও আমরা চলে আসার পর ফের আড্ডা দেয়। এ কারণে আড্ডাবাজদের ধরতে ছদ্মবেশে অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, গাড়ি দূরে রেখে সিভিল ড্রেসের কয়েকজন আমরা একটি চায়ের দোকানে যাই। সেখানে ২০-২৫ জন বসে আড্ডা দিচ্ছিলেন। সন্ধ্যার পরে বাসার বাইরে আড্ডা দেওয়ার বিষয়ে জানতে চাইলে অনেকেই দৌড়ে পালিয়ে যান। ৭ জনকে আমরা আটক করি।

ম্যাজিস্ট্রেট জানান, চারতলা একটি ভবনের নিচ তলায় মুদি দোকানের একপাশে জুস এবং চা বিক্রি করছিলেন দোকানি। সন্ধ্যার পর দোকান খোলা রাখার দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ৭ আড্ডাবাজকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়।