আকাশ জাতীয় ডেস্ক:
করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ ছুটি ও লকডাউনে কর্মহীন গরিব ও অসহায় মানুষকে দেওয়ার জন্য সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে ত্রাণ দিয়েছে পোশাক শিল্পমালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ।
রোববার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় চশমা হিলে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বেলা ১টায় চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে মেয়র আ জ ম নাছির উদ্দীন ও বেলা দেড়টায় দামপাড়ায় সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের কাছে বিজিএমইএর ত্রাণ হস্তান্তর করা হয়।
গরিবদের জন্য ত্রাণ দিলো বিজিএমইএএ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএর প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম, সহ-সভাপতি এএম চৌধুরী সেলিম, পরিচালক খন্দকার বেলায়েত হোসেন, অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ আতিক, এনামুল আজিজ চৌধুরী, সাবেক প্রথম সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, মঈনউদ্দিন আহমেদ মিন্টু, মোহাম্মদ ফেরদৌস, সাবেক পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, সাইফ উল্লাহ মনসুর, বিজিএমইএ সদস্য আবু হাসনাত চৌধুরী প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 




















