সুনামগঞ্জে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত

0
399

আকাশ জাতীয় ডেস্ক:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের চন্ডিপুর গ্রামে ৪০ বছর বয়সী এক প্রবাসীর স্ত্রীর শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। করোনা সনাক্ত হওয়ার পর চন্ডিপুর গ্রাম লকডাউন ঘোষণা করে দিয়েছে প্রশাসন। আক্রান্ত নারীকে আইসোলেশনে নেওয়া হচ্ছে।

রবিবার দুপুরে সিভিল সার্জন ডা. শামস উদ্দিন ওই নারীর আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সিলেটে পাঠায় স্বাস্থ্য বিভাগ।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, এক নারীর শরীরে করোনা সনাক্ত হওয়ার পর ওই গ্রাম লকডাউন করা হয়েছে। কীভাবে ওই নারী করোনায় আক্রান্ত হয়েছেন সেই বিষয়টি জানার চেষ্টা চলছে। তার পরিবারের অপরাপর সদস্যদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তাদের প্রত্যেককে কোয়ারেন্টাইনে রাখা হবে।

তিনি আরও জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে করণীয় নির্ধারণে আজ বিকাল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি মান্নারগাঁও ইউনিয়নের জালাপুর গ্রামে হোম কোয়ারেন্টাইনে থাকা এক প্রবাসীর মৃত্যু হয়। তবে কোভিড-১৯ পরীক্ষায় তার ফলাফল নেগেটিভ এসেছিল।