ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে: সিইসি ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে ওসমান হাদির পরিবার ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক : রিজভী নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান

প্রায় ৪ হাজার হজযাত্রীর যাওয়া নিয়ে অনিশ্চয়তা

অাকাশ জাতীয় ডেস্ক:

হজ ফ্লাইট সংকটের কারণে শেষ মুহূর্তে এসে সৌদি আরব যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে চার হাজার হজযাত্রীর। অতিরিক্ত বিমান শিডিউল করে বা রেগুলার ফ্লাইটে তাঁদের পাঠাতে হবে। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে ধর্ম মন্ত্রণালয়।

কিছু এজেন্সি ভিসা করেও হজযাত্রী সৌদি না পাঠানোর কারণে ২৯টি হজ ফ্লাইট বাতিল করতে হয়। এসব ফ্লাইটে সাড়ে ১১ হাজার হজযাত্রী যেতে পারতেন। কর্তৃপক্ষ হজ এজেন্সিগুলোকে দ্রুত হজযাত্রী পাঠানোর নির্দেশ দিলেও কেউ আমলে নেয়নি। এজেন্সিগুলো যাত্রী ধরে রাখার ফলেই এখন চার হাজার যাত্রী ভিসা নিয়েও বিমানে সিট পাচ্ছেন না।

আশকোনা হজ ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম জানান, সৌদিয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শিডিউল ফ্লাইটের ধারণক্ষমতার অতিরিক্ত চার হাজার হজযাত্রী রয়েছে। সমস্যা সমাধানে অতিরিক্ত ফ্লাইটের জন্য আলোচনা চলছে।

তবে কতটা সফল হওয়া যাবে, তা এখনই বলা যাচ্ছে না। হজ পরিচালক জানান, শেষ সাত দিনে ৪৩ হাজার হজযাত্রীকে সৌদি আরব পাঠানোর কথা থাকলেও দুটি এয়ারলাইনসের শিডিউল ফ্লাইটে সর্বমোট ধারণক্ষমতা ৩৯ হাজার।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব আব্দুল জলিল বলেন, আশা করছি এ চার হাজার যাত্রীও বসে থাকবেন না। আল্লাহর মেহমানদের আমরা নিশ্চয়ই আল্লাহর ঘরে পাঠাতে পারব। তবে এ মুহূর্তে বলা যাচ্ছে না কত দিনে এই সমস্যার সমাধান হবে।

এদিকে এবার এক লাখ ২৭ হাজার ১৯৮ বাংলাদেশির হজে যাওয়ার কথা থাকলেও শেষ সময় পর্যন্ত ভিসার জন্য আবেদন করেছেন মোট এক লাখ ২৬ হাজার ২০৫ জন। বাকি ৯৯৩ জন আবেদন না করায় তাঁদের হজযাত্রাও অনিশ্চিত বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রায় ৪ হাজার হজযাত্রীর যাওয়া নিয়ে অনিশ্চয়তা

আপডেট সময় ০২:০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

হজ ফ্লাইট সংকটের কারণে শেষ মুহূর্তে এসে সৌদি আরব যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে চার হাজার হজযাত্রীর। অতিরিক্ত বিমান শিডিউল করে বা রেগুলার ফ্লাইটে তাঁদের পাঠাতে হবে। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে ধর্ম মন্ত্রণালয়।

কিছু এজেন্সি ভিসা করেও হজযাত্রী সৌদি না পাঠানোর কারণে ২৯টি হজ ফ্লাইট বাতিল করতে হয়। এসব ফ্লাইটে সাড়ে ১১ হাজার হজযাত্রী যেতে পারতেন। কর্তৃপক্ষ হজ এজেন্সিগুলোকে দ্রুত হজযাত্রী পাঠানোর নির্দেশ দিলেও কেউ আমলে নেয়নি। এজেন্সিগুলো যাত্রী ধরে রাখার ফলেই এখন চার হাজার যাত্রী ভিসা নিয়েও বিমানে সিট পাচ্ছেন না।

আশকোনা হজ ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম জানান, সৌদিয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শিডিউল ফ্লাইটের ধারণক্ষমতার অতিরিক্ত চার হাজার হজযাত্রী রয়েছে। সমস্যা সমাধানে অতিরিক্ত ফ্লাইটের জন্য আলোচনা চলছে।

তবে কতটা সফল হওয়া যাবে, তা এখনই বলা যাচ্ছে না। হজ পরিচালক জানান, শেষ সাত দিনে ৪৩ হাজার হজযাত্রীকে সৌদি আরব পাঠানোর কথা থাকলেও দুটি এয়ারলাইনসের শিডিউল ফ্লাইটে সর্বমোট ধারণক্ষমতা ৩৯ হাজার।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব আব্দুল জলিল বলেন, আশা করছি এ চার হাজার যাত্রীও বসে থাকবেন না। আল্লাহর মেহমানদের আমরা নিশ্চয়ই আল্লাহর ঘরে পাঠাতে পারব। তবে এ মুহূর্তে বলা যাচ্ছে না কত দিনে এই সমস্যার সমাধান হবে।

এদিকে এবার এক লাখ ২৭ হাজার ১৯৮ বাংলাদেশির হজে যাওয়ার কথা থাকলেও শেষ সময় পর্যন্ত ভিসার জন্য আবেদন করেছেন মোট এক লাখ ২৬ হাজার ২০৫ জন। বাকি ৯৯৩ জন আবেদন না করায় তাঁদের হজযাত্রাও অনিশ্চিত বলে জানা গেছে।