আকাশ বিনোদন ডেস্ক:
চিকিৎসাধীন বিশিষ্ট অভিনেতা এটিএম শামসুজ্জামানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালের আইসিইউতে রয়েছেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় এটিএম শামসুজ্জামানের ছোট ভাই ও শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক সালেহ জামান সেলিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সালেহ জামান বলেন, ‘শনিবার ওনার একটি অপারেশন হয়। এরপর তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সন্ধ্যায় আমাকে জানানো হয়েছে দুপুরে ওনার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ৩টার দিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। তার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে।’
মলত্যাগজনিত সমস্যার কারণে বর্ষীয়ান এই অভিনেতাকে শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। পরে জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 

























