ঢাকা ১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের ওপর বিশ্বাসে করে দেখেন ইনশাআল্লাহ বাংলাদেশ ঠকবে না: পার্থ নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না: ইসি আনোয়ারুল রাষ্ট্র পরিচালানার জন্য অভিজ্ঞতার দরকার আছে: নজরুল ইসলাম একটি দল ‘স্বৈরাচারী ভাষায়’ বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে: তারেক রহমান নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে: আইজিপি ‘বাংলাদেশের জন্য খারাপ লাগছে, এভাবে বিশ্বকাপ খেলতে চাইনি’ বাংলাদেশে আসতে আগ্রহী পেপাল, তবে প্রক্রিয়া দীর্ঘ: লুৎফে সিদ্দিকী ঋণখেলাপি, বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে: আসিফ মাহমুদ জামায়াত ক্ষমতায় গেলে হিন্দুদের ‘জামাই আদরে’ রাখবে: কৃষ্ণ নন্দী কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান

মাদক বিক্রেতাদের বিচার বিশেষ ট্রাইব্যুনালে: স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

হেরোইন ও ফেনসিডিলসহ নিষিদ্ধ নেশা জাতীয় পণ্য আমদানিকারক ও বিক্রেতাদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার সন্ধ্যায় সংসদে বিরোধী দলের সদস্য মশিউর রহমান রাঙ্গার তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী জানান, বিশেষ ট্রাইব্যুনালে বিচারের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ প্রণয়ন করা হয়েছে। দেশে হেরোইন ও ফেনসিডিলসহ নিষিদ্ধ নেশা জাতীয় পণ্য আমদানি করা হয় না।

আসাদুজ্জামান বলেন, বিশেষ ট্রাইব্যুনাল গঠনের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে গত ৯ ডিসেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়েছে।

‘বর্তমানে পুলিশের সংখ্যা এক লাখ ৮৮ হাজার ৭২৪’

সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এক লাখ ৮৮ হাজার ৭২৪ জন সদস্য কর্মরত রয়েছেন।

মন্ত্রী বলেন, পুলিশের এ সংখ্যার মধ্যে কর্মরত মহিলা পুলিশের সংখ্যা ১৩ হাজার ৩৯১ জন। আর কর্মরত পুরুষ পুলিশের সংখ্যা এক লাখ ৭৫ হাজার ৩৩৩ জন। এ সংখ্যানুযায়ী মহিলা-পুরুষ পুলিশের অনুপাত ১ :১৩.০৯।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, কর্মক্ষেত্রে নারীর আরও অংশগ্রহণ বৃদ্ধি করতে সরকার নারীর প্রতি সহিংসতা রোধ, বাল্য বিয়ে প্রতিরোধ ও জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ প্রণয়নসহ উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। যার ফলে ভবিষ্যতে পুলিশ বাহিনীতে নারী সদস্যের সংখ্যা আরও বাড়বে।

স্বারষ্ট্রমন্ত্রী সরকারি দলের সদস্য মোরশেদ আলমের অপর এক প্রশ্নের জবাবে জানান ২০১৫ সাল পর্যন্ত মোট ৯৫টি থানাকে মডেল থানায় উন্নীত করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনে বৈধতা পাচ্ছেন ৫ লাখ অভিবাসী, আশার আলো দেখছেন বাংলাদেশিরা

মাদক বিক্রেতাদের বিচার বিশেষ ট্রাইব্যুনালে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৬:৪৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯

আকাশ জাতীয় ডেস্ক:

হেরোইন ও ফেনসিডিলসহ নিষিদ্ধ নেশা জাতীয় পণ্য আমদানিকারক ও বিক্রেতাদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার সন্ধ্যায় সংসদে বিরোধী দলের সদস্য মশিউর রহমান রাঙ্গার তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী জানান, বিশেষ ট্রাইব্যুনালে বিচারের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ প্রণয়ন করা হয়েছে। দেশে হেরোইন ও ফেনসিডিলসহ নিষিদ্ধ নেশা জাতীয় পণ্য আমদানি করা হয় না।

আসাদুজ্জামান বলেন, বিশেষ ট্রাইব্যুনাল গঠনের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে গত ৯ ডিসেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়েছে।

‘বর্তমানে পুলিশের সংখ্যা এক লাখ ৮৮ হাজার ৭২৪’

সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এক লাখ ৮৮ হাজার ৭২৪ জন সদস্য কর্মরত রয়েছেন।

মন্ত্রী বলেন, পুলিশের এ সংখ্যার মধ্যে কর্মরত মহিলা পুলিশের সংখ্যা ১৩ হাজার ৩৯১ জন। আর কর্মরত পুরুষ পুলিশের সংখ্যা এক লাখ ৭৫ হাজার ৩৩৩ জন। এ সংখ্যানুযায়ী মহিলা-পুরুষ পুলিশের অনুপাত ১ :১৩.০৯।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, কর্মক্ষেত্রে নারীর আরও অংশগ্রহণ বৃদ্ধি করতে সরকার নারীর প্রতি সহিংসতা রোধ, বাল্য বিয়ে প্রতিরোধ ও জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ প্রণয়নসহ উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। যার ফলে ভবিষ্যতে পুলিশ বাহিনীতে নারী সদস্যের সংখ্যা আরও বাড়বে।

স্বারষ্ট্রমন্ত্রী সরকারি দলের সদস্য মোরশেদ আলমের অপর এক প্রশ্নের জবাবে জানান ২০১৫ সাল পর্যন্ত মোট ৯৫টি থানাকে মডেল থানায় উন্নীত করা হয়েছে।