আকাশ জাতীয় ডেস্ক:
একাদশ জাতীয় সংসদে বিএনপির পাঁচ সংসদ সদস্যকে পাঁচটি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে স্থান দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী সংসদ নেতার পরামর্শক্রমে সংবিধানে ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী কমিটি পুনঃগঠন করেন।
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন উকিল আব্দুস সাত্তারে। এই কমিটির সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল মতিন খসরু।
অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হয়েছেন হারুন অর রশিদ। ওই কমিটির সভাপতি এএইচএম মাহমুদ আলী। ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন মো. আমিনুল ইসলাম। এই কমিটির সভাপতি মকবুল হোসেন।
সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন জাহিদুর রহমান। এই কমিটির সভাপতি জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজী।
এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে স্থান পেয়েছেন মোশাররফ হোসেন। এই কমিটির সভাপতি সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
আকাশ নিউজ ডেস্ক 



















