ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের ওপর বিশ্বাসে করে দেখেন ইনশাআল্লাহ বাংলাদেশ ঠকবে না: পার্থ নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না: ইসি আনোয়ারুল রাষ্ট্র পরিচালানার জন্য অভিজ্ঞতার দরকার আছে: নজরুল ইসলাম একটি দল ‘স্বৈরাচারী ভাষায়’ বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে: তারেক রহমান নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে: আইজিপি ‘বাংলাদেশের জন্য খারাপ লাগছে, এভাবে বিশ্বকাপ খেলতে চাইনি’ বাংলাদেশে আসতে আগ্রহী পেপাল, তবে প্রক্রিয়া দীর্ঘ: লুৎফে সিদ্দিকী ঋণখেলাপি, বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে: আসিফ মাহমুদ জামায়াত ক্ষমতায় গেলে হিন্দুদের ‘জামাই আদরে’ রাখবে: কৃষ্ণ নন্দী কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান

প্রধানমন্ত্রী যা বলেন, করেন তার উল্টোটা: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:

সিনিয়র এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিএনপি পরিচালিত হয় বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একক নেতৃত্বে বিএনপি চলবে এমন খবরকেও ভিত্তিহীন বলছেন রিজভী।

সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিতদের শপথ নেয়ার জন্য সরকারের পক্ষ থেকে চাপ দেয়ারও অভিযোগ ছিল রিজভীর। সোমবার বিকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘বিএনপি তারেক রহমানের একক সিদ্ধান্তে চলবে এমন খবর ভিত্তিহীন। বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলের কার্যক্রম পরিচালনায় গণতান্ত্রিক নীতি অনুসরণ করা হয়। সংশ্লিষ্ট কমিটির নেতাদের মতামতের ভিত্তিতেই দলের যেকোনো কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিনিয়র নেতাসহ তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গেও আলোচনা করে সিদ্ধান্ত নেন।’

বিএনপির এই নেতা বলেন, ‘রবিবার দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রমসহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়। কিন্তু সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একক সিদ্ধান্তে দল চলবে এ ধরনের কোনো আলোচনা হয়নি। এ ধরনের সংবাদ প্রচার জনমনে বিভ্রান্তি তৈরির আরেকটি নতুন কৌশল।’

বিএনপির সংসদ সদস্যকে শপথ নেওয়ার ক্ষেত্রে সরকারের কোনো চাপ নেই’ প্রধানমন্ত্রীর গণভবনে সংবাদ সম্মেলনে দেওয়া এ বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘তার এ বক্তব্যের পর জনগণ নিশ্চিত হয়েছে যে, ধানের শীষের প্রার্থীদের চাপ দেওয়া হচ্ছে শপথ নিতে। কারণ প্রধানমন্ত্রী যা বলেন, করেন তার উল্টোটা।’

তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়া শনিবার (২৭ এপ্রিল) তার এলাকায় বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতিবিনময় সভা করছিলেন। সেখানে তিনি যখন ঘোষণা দেন, ‘দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেবেন না। তারপরে সরকারের একটি সংস্থার কয়েক ব্যক্তি উকিল আবদুস সাত্তারকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমাদের নেতা-কর্মীদের প্রতিরোধের মুখে তারা সফল হয়নি। কেবল উকিল আবদুস সাত্তারই নন, শপথ নিতে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত অন্যদেরও চাপ দেওয়া হচ্ছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনে বৈধতা পাচ্ছেন ৫ লাখ অভিবাসী, আশার আলো দেখছেন বাংলাদেশিরা

প্রধানমন্ত্রী যা বলেন, করেন তার উল্টোটা: রিজভী

আপডেট সময় ০৭:১৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯

আকাশ জাতীয় ডেস্ক:

সিনিয়র এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিএনপি পরিচালিত হয় বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একক নেতৃত্বে বিএনপি চলবে এমন খবরকেও ভিত্তিহীন বলছেন রিজভী।

সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিতদের শপথ নেয়ার জন্য সরকারের পক্ষ থেকে চাপ দেয়ারও অভিযোগ ছিল রিজভীর। সোমবার বিকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘বিএনপি তারেক রহমানের একক সিদ্ধান্তে চলবে এমন খবর ভিত্তিহীন। বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলের কার্যক্রম পরিচালনায় গণতান্ত্রিক নীতি অনুসরণ করা হয়। সংশ্লিষ্ট কমিটির নেতাদের মতামতের ভিত্তিতেই দলের যেকোনো কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিনিয়র নেতাসহ তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গেও আলোচনা করে সিদ্ধান্ত নেন।’

বিএনপির এই নেতা বলেন, ‘রবিবার দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রমসহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়। কিন্তু সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একক সিদ্ধান্তে দল চলবে এ ধরনের কোনো আলোচনা হয়নি। এ ধরনের সংবাদ প্রচার জনমনে বিভ্রান্তি তৈরির আরেকটি নতুন কৌশল।’

বিএনপির সংসদ সদস্যকে শপথ নেওয়ার ক্ষেত্রে সরকারের কোনো চাপ নেই’ প্রধানমন্ত্রীর গণভবনে সংবাদ সম্মেলনে দেওয়া এ বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘তার এ বক্তব্যের পর জনগণ নিশ্চিত হয়েছে যে, ধানের শীষের প্রার্থীদের চাপ দেওয়া হচ্ছে শপথ নিতে। কারণ প্রধানমন্ত্রী যা বলেন, করেন তার উল্টোটা।’

তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়া শনিবার (২৭ এপ্রিল) তার এলাকায় বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতিবিনময় সভা করছিলেন। সেখানে তিনি যখন ঘোষণা দেন, ‘দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেবেন না। তারপরে সরকারের একটি সংস্থার কয়েক ব্যক্তি উকিল আবদুস সাত্তারকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমাদের নেতা-কর্মীদের প্রতিরোধের মুখে তারা সফল হয়নি। কেবল উকিল আবদুস সাত্তারই নন, শপথ নিতে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত অন্যদেরও চাপ দেওয়া হচ্ছে।’