ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির আমরা মা-বোনদের নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত এটেন্টিভ : ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন তিন রোহিঙ্গা নির্বাচনে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি দায়িত্ব পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি ছুড়ে যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ ইরানি কর্তৃপক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই :জামায়াতের আমির মো. মিজানুর রহমান বনশ্রীতে স্কুলছাত্রী খুনের ঘটনায় রেস্তোরাঁ কর্মী মিলন গ্রেপ্তার নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ইরানে বিরুদ্ধে ‘কঠোর’ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি চাইলেন বিএনপি নেতা

আকাশ জাতীয় ডেস্ক: 

ফেনী-৩ আসনে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি মো. আকবর হোসেন বলেছেন, মাদ্রাসাছাত্রী নুসরাত প্রতিবাদী এক বাংলাদেশের নাম। নিষ্পাপ মেয়েটিকে নৃশংসভাবে খুন করেছে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডটি ইতিহাসের বর্বরোচিত একটি ঘটনা।

তিনি বলেন, দলমতের ঊর্ধ্বে উঠে নুসরাত হত্যাকাণ্ডের বিচার করতে হবে। নুসরাত হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করার সুযোগ নেই। সব আসামিকে দ্রুত গ্রেফতারের মাধ্যমে দ্রুত বিচার আইনে শাস্তি দাবি করেন।

শুক্রবার বিকালে তিনি নুসরাতের বাড়িতে এসে তার পরিবারের সদস্যদেরকে সমবেদনা জানিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি নির্বাচনকালীন সময়ে সন্ত্রাসী হামলার শিকার হয়ে ভারতে চিকিৎসাধীন থাকায় কিছুটা বিলম্বে নুসরাতের বাড়িতে আসেন বলে জানান। পরে তিনি নুসরাতের বাবা, ভাই ও দলীয় নেতাকর্মীদের নিয়ে নুসরাতের কবর জিয়ারত করেন।

মোনাজাত পরিচালনা করেন নুসরাতে বাবা মাওলানা একেএম মুসা মানিক। এ সময় সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি মো. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খুরশিদ আলম ভূঞা, পৌর যুবদলের সভাপতি সিরাজুল হক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ আলম ভূঞাসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গত ৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যান নুসরাত জাহান রাফি। মাদ্রাসার এক ছাত্রী সহপাঠী নিশাতকে ছাদের ওপর কেউ মারধর করছে, এমন সংবাদ দিলে তিনি ওই ভবনের তিনতলায় যান। সেখানে মুখোশধারী বোরকা পরিহিত ৪-৫ জন তাকে অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। তিনি অস্বীকৃতি জানালে গায়ে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গত ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান নুসরাত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির

নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি চাইলেন বিএনপি নেতা

আপডেট সময় ০৯:৪৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯

আকাশ জাতীয় ডেস্ক: 

ফেনী-৩ আসনে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি মো. আকবর হোসেন বলেছেন, মাদ্রাসাছাত্রী নুসরাত প্রতিবাদী এক বাংলাদেশের নাম। নিষ্পাপ মেয়েটিকে নৃশংসভাবে খুন করেছে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডটি ইতিহাসের বর্বরোচিত একটি ঘটনা।

তিনি বলেন, দলমতের ঊর্ধ্বে উঠে নুসরাত হত্যাকাণ্ডের বিচার করতে হবে। নুসরাত হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করার সুযোগ নেই। সব আসামিকে দ্রুত গ্রেফতারের মাধ্যমে দ্রুত বিচার আইনে শাস্তি দাবি করেন।

শুক্রবার বিকালে তিনি নুসরাতের বাড়িতে এসে তার পরিবারের সদস্যদেরকে সমবেদনা জানিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি নির্বাচনকালীন সময়ে সন্ত্রাসী হামলার শিকার হয়ে ভারতে চিকিৎসাধীন থাকায় কিছুটা বিলম্বে নুসরাতের বাড়িতে আসেন বলে জানান। পরে তিনি নুসরাতের বাবা, ভাই ও দলীয় নেতাকর্মীদের নিয়ে নুসরাতের কবর জিয়ারত করেন।

মোনাজাত পরিচালনা করেন নুসরাতে বাবা মাওলানা একেএম মুসা মানিক। এ সময় সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি মো. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খুরশিদ আলম ভূঞা, পৌর যুবদলের সভাপতি সিরাজুল হক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ আলম ভূঞাসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গত ৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যান নুসরাত জাহান রাফি। মাদ্রাসার এক ছাত্রী সহপাঠী নিশাতকে ছাদের ওপর কেউ মারধর করছে, এমন সংবাদ দিলে তিনি ওই ভবনের তিনতলায় যান। সেখানে মুখোশধারী বোরকা পরিহিত ৪-৫ জন তাকে অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। তিনি অস্বীকৃতি জানালে গায়ে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গত ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান নুসরাত।