ঢাকা ১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

ভারতের কাছে ৯ উইকেটে হারলো শ্রীলংকা

অাকাশ স্পোর্টস ডেস্ক:

শিখর ধাওয়ানের অপরাজিত ১৩২ ও অধিনায়ক বিরাট কোহলির অপরাজিত ৮২ রানের সুবাদে ডাম্বুলায় সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক শ্রীলংকাকে ৯ উইকেটে হারিয়েছে ভারত। তাদের দু’জনের ১৯৭ রানের জুটিতে ২৮.৫ ওভারেই জয় তুলে নিতে সক্ষম হয় সফরকারীরা।

ধাওয়ান উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নেমে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এই সময়ের মধ্যে তিনি ৯০টি বল খেলার সুযোগ পান। ২০টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারিতে ১৩২ রানে অপরাজিত থাকেন। তার আগে মাত্র ৭১ বলে সেঞ্চুরি তুলে নেন। যা তার ক্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরি। এই সেঞ্চুরি করে তিনি নিজেকেই নিজে ছাড়িয়ে যান। ২০১৩ সালে কানপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৩ বলে সেঞ্চুরি করেছিলেন। যা ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরি।

আজ সেটাকে ছাড়িয়ে ৭১ বলে তুলে নেন সেঞ্চুরি। আর অপরাজিত থাকেন ১৩২ রানে। যা তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। তার ক্যারিয়ারে সর্বোচ্চ রানের ইনিংস ১৩৭। যা তিনি ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেলবোর্নে করেছিলেন। এটা তার ওয়ানডে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি। পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম কোনো ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ৭১ বলে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখিয়েছেন ধাওয়ান। ধাওয়ানের সঙ্গে ৭০ বলে ১০ চার ও ১ ছক্কায় ৮২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক বিরাট কোহলি।

ভারতের কোনো উইকেট শ্রীলঙ্কার কোনো বোলার নিতে পারেননি। দলীয় ২৩ রানে রোহিত শর্মা রান আউটে কাটা পড়েন।

তার আগে প্রথমে ব্যাট করতে নেমে ৪৩.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৬ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। ব্যাট হাতে শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা ৭৮ বলে ৬৪, কুশাল মেন্ডিস ৩৬ ও অ্যাঞ্জেলো ম্যাথুস অপরাজিত ৩৬ রান করেন। ৩৫ রান করেন দানুস্কা গুনাথিলাকা। অধিনায়ক উপল থারাঙ্গার ব্যাট থেকে আসে ১৩টি রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।

বল হাতে ভারতের অক্ষর প্যাটেল ৩টি উইকেট নেন। ৩টি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ, যজুবেন্দ্র চাহাল ও কেদার যাদব।

সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলংকা: ২১৬/১০, ৪৩.২ ওভার (ডিকবেলা ৬৪, ম্যাথুজ ৩৬*, প্যাটেল ৩/৩৪)।
ভারত: ২২০/১, ২৮.৫ ওভার (ধাওয়ান ১৩২*, কোহলি ৮২*)।
ফল: ভারত ৯ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: শিখর ধাওয়ান (ভারত)।
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

ভারতের কাছে ৯ উইকেটে হারলো শ্রীলংকা

আপডেট সময় ০১:৩৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭

অাকাশ স্পোর্টস ডেস্ক:

শিখর ধাওয়ানের অপরাজিত ১৩২ ও অধিনায়ক বিরাট কোহলির অপরাজিত ৮২ রানের সুবাদে ডাম্বুলায় সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক শ্রীলংকাকে ৯ উইকেটে হারিয়েছে ভারত। তাদের দু’জনের ১৯৭ রানের জুটিতে ২৮.৫ ওভারেই জয় তুলে নিতে সক্ষম হয় সফরকারীরা।

ধাওয়ান উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নেমে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এই সময়ের মধ্যে তিনি ৯০টি বল খেলার সুযোগ পান। ২০টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারিতে ১৩২ রানে অপরাজিত থাকেন। তার আগে মাত্র ৭১ বলে সেঞ্চুরি তুলে নেন। যা তার ক্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরি। এই সেঞ্চুরি করে তিনি নিজেকেই নিজে ছাড়িয়ে যান। ২০১৩ সালে কানপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৩ বলে সেঞ্চুরি করেছিলেন। যা ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরি।

আজ সেটাকে ছাড়িয়ে ৭১ বলে তুলে নেন সেঞ্চুরি। আর অপরাজিত থাকেন ১৩২ রানে। যা তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। তার ক্যারিয়ারে সর্বোচ্চ রানের ইনিংস ১৩৭। যা তিনি ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেলবোর্নে করেছিলেন। এটা তার ওয়ানডে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি। পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম কোনো ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ৭১ বলে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখিয়েছেন ধাওয়ান। ধাওয়ানের সঙ্গে ৭০ বলে ১০ চার ও ১ ছক্কায় ৮২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক বিরাট কোহলি।

ভারতের কোনো উইকেট শ্রীলঙ্কার কোনো বোলার নিতে পারেননি। দলীয় ২৩ রানে রোহিত শর্মা রান আউটে কাটা পড়েন।

তার আগে প্রথমে ব্যাট করতে নেমে ৪৩.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৬ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। ব্যাট হাতে শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা ৭৮ বলে ৬৪, কুশাল মেন্ডিস ৩৬ ও অ্যাঞ্জেলো ম্যাথুস অপরাজিত ৩৬ রান করেন। ৩৫ রান করেন দানুস্কা গুনাথিলাকা। অধিনায়ক উপল থারাঙ্গার ব্যাট থেকে আসে ১৩টি রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।

বল হাতে ভারতের অক্ষর প্যাটেল ৩টি উইকেট নেন। ৩টি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ, যজুবেন্দ্র চাহাল ও কেদার যাদব।

সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলংকা: ২১৬/১০, ৪৩.২ ওভার (ডিকবেলা ৬৪, ম্যাথুজ ৩৬*, প্যাটেল ৩/৩৪)।
ভারত: ২২০/১, ২৮.৫ ওভার (ধাওয়ান ১৩২*, কোহলি ৮২*)।
ফল: ভারত ৯ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: শিখর ধাওয়ান (ভারত)।
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।