আকাশ নিউজ ডেস্ক:
ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, পল পগবা ও নেইমার বিশ্বের তারকা ফুটবলার। বিশ্বের এই প্রথম সারির চার ফুটবলারকে মজার ছলে নকল করেছেন এক কিশোরী।
তারকা এই ফুটবলারদের স্পটকিক নেয়ার স্টাইল হুবহু নকল করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন কিশোরী। এ চারজন ফুটবলারের জার্সি গায়ে কিশোরীর স্পটকিক নেয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সম্প্রতিক একটি ভিডিও প্রকাশ পায়। সেখানে দেখা যাচ্ছে এক কিশোরী পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো, আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি, ফ্রান্সের পল পগবা ও ব্রাজিলের নেইমারের জার্সি পরে স্পটকিক নিচ্ছেন।
কিশোরী রোনালদো-মেসির স্টাইলে স্পটকিক নিয়ে গোল নিশ্চিত করেন। পল পগবা এবং নেইমারকেও হুবহু নকল করেন। নেইমারের স্টাইলে গোল করে কিশোরী মাটিতে গড়াগড়ি খান।
এ বছর ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নেই মেসি-রোনালদো। রিয়াল মাদ্রিদের সঙ্গে ৯ বছরের সম্পর্ক ছিন্ন করে জুভেন্তাসে পাড়ি জমিয়েছেন রোনালদো।
এখন পর্যন্ত যা খবর তাতে ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে আছেন বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী ক্রোয়েশিয়ার তারকা ফুটবলার লুকা মদ্রিদ। দুই নম্বরে রাফায়েল ভারানে। আর তিন নম্বরে আছেন রাশিয়া বিশ্বকাপের সেরা উদীয়মান তারকা কিলিয়ান এমবাপ্পে।
আকাশ নিউজ ডেস্ক 

























