অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
দুবাইয়ে হুমায়ুন আহমেদের জন্ম দিবস পালন উপলক্ষে হিমু দিবসের আয়োজন শুরু হয়। হিমু- হুমায়ুন আহমেদের সৃষ্ট এমন এক চরিত্র, যার সঙ্গে কোনো না কোনো সময় আমরা সবাই একাত্মতা প্রকাশ করি।
হিমু দিবসের আয়োজনে সবার সমানভাবে অংশগ্রহণ ছিল লক্ষ্য করার মতো।
অনুষ্ঠানের আয়োজক নওশের আলী, জুলফিকার হায়দার খান ও মইনুল ইসলাম আগত সবাইকে কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে হুমায়ুন আহমেদের বিভিন্ন উপন্যাস, গল্প এবং উক্তির কিছু অংশ নিয়ে কুইজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হিমু সাজের জন্য পুরস্কৃত হয়েছেন তাহসিন রহমান এবং রুপা সাজের জন্য কানিজ ফাতিমা পপি। এ ছাড়া সঠিক উত্তর দিয়ে পুরস্কৃত হয়েছেন আলিমা লিমা, মাকসুদা খানম, শামসুন হোসেন, জ্যোতি রশিদ, সাইদা দিবা, আরিফা নুসরাত, রোখসানা রোজ, সাবিরা সুলতানা ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইয়ুব আলী বাবুল, মশিউর রহমানসহ কমিউনিটির বরেণ্য ব্যক্তিবর্গ।
আকাশ নিউজ ডেস্ক 





















