ঢাকা ০১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে: মির্জা ফখরুল বাড্ডায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধে চরম ভোগান্তি মানবতাবিরোধী অপরাধের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল জন্মহারে বড় ধস, অর্থনৈতিক সংকটের মুখে চীন স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২১ আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করিনি : সিইসি নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি : আসিফ মাহমুদ প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে : আব্দুল্লাহ মো. তাহের একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন

তেজপাতা ব্যবহারে ঝকঝকে সাদা দাঁত

আকাশ নিউজ ডেস্ক:

ঝকঝকে সুন্দর দাঁত সবার প্রত্যাশা হলেও সবার দাঁত কিন্তু ঝকঝকে সাদা হয় না।সুন্দর হাসি আপনার ব্যক্তিত্বকে অনেক গুণ বাড়িয়ে দেবে। তাই সুন্দর হাসির জন্য চাই ঝকঝকে সাদা দাঁত।

দাঁতকে ঝকঝকে সুন্দর করার জন্য কত কিছুই না করেন আপনি। দামি টুথপেস্ট থেকে শুরু করে দন্ত চিকিৎসকের কাছে নিয়মিত যাওয়া। শুধুমাত্র হলদে দাঁতগুলোকে সাদা ঝকঝকে করার জন্য ঘরোয়া কিছু উপাদানই যথেষ্ঠ।

উপাদানটি হল তেজপাতা। সাধারণত, এই উপাদানটি রান্নাতেই ব্যবহৃত হয়। তবে এই তেজপাতা দিয়েই প্রাকৃতিক উপায়ে সুন্দর ঝকঝকে করে নিতে পারবেন আপনার দাঁতগুলোকে।

আসুন জেনে নেই তেজপাতা ব্যবহার কীভাবে পাবেন ঝকঝকে সাদা দাঁত।

দাঁত সাদা করতে তেজপাতা দারুণ উপকারী। তবে এই তেজপাতাকে মেশাতে হবে কোনও টক ফলের সঙ্গে। যেমন, কমলা লেবু বা পাতি লেবুর খোসার সঙ্গে।

উপকরণ :

তেজপাতা ৪টি (কাঁচা বা শুকনো সব রকমেই হবে),কমলা লেবু বা পাতি লেবুর খোসা (তেজপাতার সমপরিমাণ),মুখে দুর্গন্ধের সমস্যা বা মাড়িতে ব্যথা থাকলে লবঙ্গ ২-৩টি।

যেভাবে প্যাক তৈরি করবেন :

প্রথমে তেজপাতা বেটে নিন বা মিহি গুঁড়ো করে নিন।কমলা লেবু বা পাতি লেবুর খোসা শুকিয়ে লবঙ্গের সঙ্গে মিশিয়ে গুঁড়ো করে নিন।এবার এসব উপকরণের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে নিন।

মনে রাখবেন, ফলের খোসা অবশ্যই শুকিয়ে নিতে হবে। কারণ, কাঁচা অবস্থায় এগুলি দাঁতের ক্ষতি করতে পারে।

ব্যবহার বিধি :

এই গুঁড়োটি সামান্য পানির সঙ্গে মিশিয়ে সপ্তাহে ৩ দিন অন্তত এক বেলা দাঁত মাজুন। রোজ মাজার প্রয়োজন নেই, এতে দাঁতের ক্ষতি হতে পারে। দাঁতের হলদে ভাবের ওপর নির্ভর করবে, সপ্তাহে দুদিন না-হয় তিন দিন ব্যবহার করবেন। এবার একেবারে সামান্য খরচে পেয়ে যান সাদা ঝকঝকে, সুন্দর দাঁত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে: মির্জা ফখরুল

তেজপাতা ব্যবহারে ঝকঝকে সাদা দাঁত

আপডেট সময় ১২:৪৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮

আকাশ নিউজ ডেস্ক:

ঝকঝকে সুন্দর দাঁত সবার প্রত্যাশা হলেও সবার দাঁত কিন্তু ঝকঝকে সাদা হয় না।সুন্দর হাসি আপনার ব্যক্তিত্বকে অনেক গুণ বাড়িয়ে দেবে। তাই সুন্দর হাসির জন্য চাই ঝকঝকে সাদা দাঁত।

দাঁতকে ঝকঝকে সুন্দর করার জন্য কত কিছুই না করেন আপনি। দামি টুথপেস্ট থেকে শুরু করে দন্ত চিকিৎসকের কাছে নিয়মিত যাওয়া। শুধুমাত্র হলদে দাঁতগুলোকে সাদা ঝকঝকে করার জন্য ঘরোয়া কিছু উপাদানই যথেষ্ঠ।

উপাদানটি হল তেজপাতা। সাধারণত, এই উপাদানটি রান্নাতেই ব্যবহৃত হয়। তবে এই তেজপাতা দিয়েই প্রাকৃতিক উপায়ে সুন্দর ঝকঝকে করে নিতে পারবেন আপনার দাঁতগুলোকে।

আসুন জেনে নেই তেজপাতা ব্যবহার কীভাবে পাবেন ঝকঝকে সাদা দাঁত।

দাঁত সাদা করতে তেজপাতা দারুণ উপকারী। তবে এই তেজপাতাকে মেশাতে হবে কোনও টক ফলের সঙ্গে। যেমন, কমলা লেবু বা পাতি লেবুর খোসার সঙ্গে।

উপকরণ :

তেজপাতা ৪টি (কাঁচা বা শুকনো সব রকমেই হবে),কমলা লেবু বা পাতি লেবুর খোসা (তেজপাতার সমপরিমাণ),মুখে দুর্গন্ধের সমস্যা বা মাড়িতে ব্যথা থাকলে লবঙ্গ ২-৩টি।

যেভাবে প্যাক তৈরি করবেন :

প্রথমে তেজপাতা বেটে নিন বা মিহি গুঁড়ো করে নিন।কমলা লেবু বা পাতি লেবুর খোসা শুকিয়ে লবঙ্গের সঙ্গে মিশিয়ে গুঁড়ো করে নিন।এবার এসব উপকরণের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে নিন।

মনে রাখবেন, ফলের খোসা অবশ্যই শুকিয়ে নিতে হবে। কারণ, কাঁচা অবস্থায় এগুলি দাঁতের ক্ষতি করতে পারে।

ব্যবহার বিধি :

এই গুঁড়োটি সামান্য পানির সঙ্গে মিশিয়ে সপ্তাহে ৩ দিন অন্তত এক বেলা দাঁত মাজুন। রোজ মাজার প্রয়োজন নেই, এতে দাঁতের ক্ষতি হতে পারে। দাঁতের হলদে ভাবের ওপর নির্ভর করবে, সপ্তাহে দুদিন না-হয় তিন দিন ব্যবহার করবেন। এবার একেবারে সামান্য খরচে পেয়ে যান সাদা ঝকঝকে, সুন্দর দাঁত।