ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের বৈঠক গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, একজনের মৃত্যু ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে: জোনায়েদ সাকি অনিয়মের প্রমাণ থাকলে যেকোনো বিচার মেনে নিতে প্রস্তুত: আসিফ এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, প্রাণে রক্ষা পেলেন রোগীসহ চারজন ক্ষমতা হস্তান্তর ও গণভোট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রচেষ্টা অভিযোগ প্রেস সচিবের ‘ক্ষমতায় গেলে গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি’:রিজভী রাজনৈতিক দলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে : ইসি আনোয়ারুল বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা

ফুলপুরে খাদ্যে বিষক্রিয়ায় মাদ্রাসাছাত্রের মৃত্যু, অসুস্থ ১৮০

অাকাশ জাতীয় ডেস্ক: 

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া মাদ্রাসায় খাদ্যে বিষক্রিয়ায় এক ছাত্রের মৃত্যু ও অন্তত ১৮০ জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার দুপুরে ময়মনসিংহ এসকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রের মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানায়, জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদ্রাসার প্রায় ২০০ ছাত্র মঙ্গলবার রাতের খাবার খেয়ে কম বেশি সবাই ডায়রিয়ায় অক্রান্ত হন। তাদের অনেককে ময়মনসিংহ এসকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে রিয়াদ হাসান (১৭) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়।

রিয়াদ হাসান তারাকান্দা উপজেলার ভালকি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এ ছাড়া অন্যান্য অসুস্থরা হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছেন।

ওই মাদ্রাসার মোহতামিম মাওলানা আইন উদ্দিন জানান, রাতে ছাত্রদের মাংস ও ডাল দিয়ে খাবার দেয়া হয়েছিল। এতে মাংস বা ডাল থেকে বিষক্রিয়ায় কমবেশি সবাই অসুস্থ হয়। গুরুতর অসুস্থদের হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসার জন্য ফুলপুর হাসপাতাল থেকে টিম আসে।

ফুলপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রাণেশ পণ্ডিত জানান, খবর পেয়ে মাদ্রাসায় ৩ জন চিকিৎসকের একটি টিম পাঠানো হয়েছে। প্রয়োজনে আরও পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুলপুরে খাদ্যে বিষক্রিয়ায় মাদ্রাসাছাত্রের মৃত্যু, অসুস্থ ১৮০

আপডেট সময় ০৮:৪১:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক: 

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া মাদ্রাসায় খাদ্যে বিষক্রিয়ায় এক ছাত্রের মৃত্যু ও অন্তত ১৮০ জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার দুপুরে ময়মনসিংহ এসকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রের মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানায়, জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদ্রাসার প্রায় ২০০ ছাত্র মঙ্গলবার রাতের খাবার খেয়ে কম বেশি সবাই ডায়রিয়ায় অক্রান্ত হন। তাদের অনেককে ময়মনসিংহ এসকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে রিয়াদ হাসান (১৭) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়।

রিয়াদ হাসান তারাকান্দা উপজেলার ভালকি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এ ছাড়া অন্যান্য অসুস্থরা হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছেন।

ওই মাদ্রাসার মোহতামিম মাওলানা আইন উদ্দিন জানান, রাতে ছাত্রদের মাংস ও ডাল দিয়ে খাবার দেয়া হয়েছিল। এতে মাংস বা ডাল থেকে বিষক্রিয়ায় কমবেশি সবাই অসুস্থ হয়। গুরুতর অসুস্থদের হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসার জন্য ফুলপুর হাসপাতাল থেকে টিম আসে।

ফুলপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রাণেশ পণ্ডিত জানান, খবর পেয়ে মাদ্রাসায় ৩ জন চিকিৎসকের একটি টিম পাঠানো হয়েছে। প্রয়োজনে আরও পাঠানো হবে।