আকাশ বিনোদন ডেস্ক:
জনপ্রিয় গায়ক ও নায়ক এসডি রুবেল এবার নতুনরূপে দর্শকের সামনে আসছেন।
অভিনয়ের পাশাপাশি প্রথমবার চিত্রপরিচালক হিসেবে আবির্ভূত হচ্ছেন তিনি। ছবির নাম ‘বৃদ্ধাশ্রম’।
এরই মধ্যে ছবিটির শুটিংসহ অন্যান্য কাজ শেষ হয়েছে। আগামী সপ্তাহে এটি সেন্সরের জন্য জমা দেবেন বলে জানিয়েছেন রুবেল।
ছবিটি প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা শুধু লাভ স্টোরি কিংবা সোশ্যাল ছবি নয়, সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের বিরুদ্ধে এ ছবির অবস্থান। আশা করছি আমার ছবিটি দেখে দর্শক হতাশ হবেন না।’ চিত্রনায়িকা ববিকে নিয়ে ছবিটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন এসডি রুবেল।
আকাশ নিউজ ডেস্ক 

























