ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান নির্বাচনে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে: সেনাপ্রধান বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কাঙ্ক্ষিত পর্যায়ে নেই: পররাষ্ট্র উপদেষ্টা হাদি হত্যা: ফয়সাল করিমের আরেক সহযোগী গ্রেফতার, ৬ দিনের রিমান্ড টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে বিজয়ী হলে প্রয়োজনে জীবন দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো : মামুনুল হক তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে অসুস্থ ফজলুর রহমান গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই : ড. মোশাররফ এবার দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

যে কোনো মূল্যে রাজশাহীতে ঐক্যফ্রন্টের সমাবেশ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, যে কোনো মূল্যে রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ অনুষ্ঠিত হবে। ৯ নভেম্বরের সমাবেশ পণ্ড করতে একটি অপশক্তি ষড়যন্ত্র করছে। কিন্তু এ ষড়যন্ত্র সফল হবে না। যে কোনো মূল্যে সমাবেশ সফল করা হবে।

বুধবার রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

মিনু বলেন, আমরা ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে সমাবেশের অনুমতির জন্য ইতিমধ্যে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনারের কাছে তিন দফা লিখিতভাবে অনুমতি চেয়েছি। কিন্তু পুলিশ কমিশনার এখন পর্যন্ত অনুমতি দেননি।

তিনি আরও বলেন, আমরা আর অনুমতির জন্য অপেক্ষা করছি না। এ সরকারের কাছে গণতান্ত্রিক আচরণ আমরা প্রত্যাশা করি না। জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা ঢাকা লংমার্চ করে ৯ নভেম্বর শুক্রবার রাজশাহী পৌঁছাবেন। ওইদিন মাদ্রাসা ময়দানে জুমার নামাজ আদায় করে ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু করা হবে ইনশাআল্লাহ।

এর আগে নগরীর ভূবনমোহন পার্কে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা এবং বেলুন উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান

যে কোনো মূল্যে রাজশাহীতে ঐক্যফ্রন্টের সমাবেশ

আপডেট সময় ০৫:৩৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, যে কোনো মূল্যে রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ অনুষ্ঠিত হবে। ৯ নভেম্বরের সমাবেশ পণ্ড করতে একটি অপশক্তি ষড়যন্ত্র করছে। কিন্তু এ ষড়যন্ত্র সফল হবে না। যে কোনো মূল্যে সমাবেশ সফল করা হবে।

বুধবার রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

মিনু বলেন, আমরা ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে সমাবেশের অনুমতির জন্য ইতিমধ্যে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনারের কাছে তিন দফা লিখিতভাবে অনুমতি চেয়েছি। কিন্তু পুলিশ কমিশনার এখন পর্যন্ত অনুমতি দেননি।

তিনি আরও বলেন, আমরা আর অনুমতির জন্য অপেক্ষা করছি না। এ সরকারের কাছে গণতান্ত্রিক আচরণ আমরা প্রত্যাশা করি না। জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা ঢাকা লংমার্চ করে ৯ নভেম্বর শুক্রবার রাজশাহী পৌঁছাবেন। ওইদিন মাদ্রাসা ময়দানে জুমার নামাজ আদায় করে ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু করা হবে ইনশাআল্লাহ।

এর আগে নগরীর ভূবনমোহন পার্কে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা এবং বেলুন উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ নেতাকর্মীরা।