অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার উপজেলার ভাংনামারী ইউনিয়নের উজানকাশিয়ার চর গ্রামের ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৌরীপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, গত কয়েক দিন ধরে অজ্ঞাতনামা লোকটি ভাংনামারী ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভবঘুরের মতো ঘুরাফেরা করছিল। পরে মঙ্গলবার সকালে ইউয়িনের উজানকাশিয়ার চর গ্রামে আলালের ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
মঙ্গলবার দুপুরে গৌরীপুর থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, নিহতের শরীরে কোনো আঘাতে চিহ্ন নেই। মামলা দায়েরের প্রস্তুতির পাশাপাশি ও ঘটনা তদন্ত করে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরনে ছিল নীল রঙের শার্ট ও সাদা প্যান্ট।
আকাশ নিউজ ডেস্ক 



















