অাকাশ জাতীয় ডেস্ক:
প্রায় সকল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেই বিভিন্ন পরিস্থিতি বোঝানোর জন্য বিভিন্ন স্টিকার ব্যবহার করা হয়েছে। এদিক থেকে হোয়টসঅ্যাপ একটু পিছিয়ে থাকলেও সম্প্রতি তারা এই ফিচার নিয়ে এসেছে। ত
বে এবার শুধু ইমোজি-তে গ্রাহকদের আর বেঁধে রাখতে চাইছে না হোয়াটসঅ্যাপ। চ্যাটিংকে আরও বেশি প্রাণবন্ত করে তুলতে আগামী সপ্তাহ থেকেই স্টিকার ফিচার নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
হোয়াটসঅ্যাপ এক ব্লগ পোস্টে জানিয়েছে, অ্যান্ড্রয়েড এবং আইওএস ফোন ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। ফেসবুকে স্টিকার ফিচার থাকলেও এত দিন হোয়াটসঅ্যাপে এই জাতীয় স্টিকার ফিচার ছিল না। অনেক দিন ধরেই এ ফিচার নিয়ে কাজ করছিল সংস্থাটি।
গ্রাহকরাও তাকিয়ে ছিলেন কবে থেকে এই ফিচারের সুবিধা ভোগ করতে পারবেন। অবশেষে গ্রাহকদের মুখে হাসি ফুটিয়েই নতুন এই স্টিকার ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ। এমন কিছু মনের ভাব যা শুধু ইমোজির মাধ্যমেই বোঝানো সম্ভব হচ্ছিল না, স্টিকারের মাধ্যমে তা অনেকটাই সম্ভব হবে বলে দাবি সংস্থাটির।
আকাশ নিউজ ডেস্ক 



















