অাকাশ জাতীয় ডেস্ক:
রংপুর নগরীর কামাল কাছনা এলাকায় একটি তুলার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বিপুল পরিমাণ তুলা ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে রংপুর ফায়ার ব্রিগেডের ৫টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, নগরীর কামাল কাছনা এলাকায় জাহেদুল ইসলাম নামে এক ব্যবসায়ীর তুলার গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসীর মাঝে আতংক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
আকাশ নিউজ ডেস্ক 





















