অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহে নগর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ের প্রতিবাদে নেতাকর্মীদের নিয়ে মঙ্গলবার বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় তাকে গ্রেপ্তার করা হয়।
দুপুরে শহরের নতুন বাজার মোড়ে নগর বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশ সেখান থেকে নগর বিএনপির সাধারণ সম্পাদক শেখ আমজাদ আলীকে আটক নিয়ে যায়। তখন অন্যান্য নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
কতোয়ালি মডেল থানার ওসি মাহমুদ ইসলাম জানান, বিএনপির মিছিল থেকে নাশকতার মামলার আসামি বিএনপির সাধারণ সম্পাদক শেখ আমজাদ আলীকে আটক করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























