আকাশ বিনোদন ডেস্ক:
নিজে লিখে সুর করে নিজেই সঙ্গীত পরিচালনা করেছেন আরজীন।
শুধু তাই নয়, সেই গান মোবাইল ক্যামেরায় দৃশ্য ধারণ করে ভিডিও বানিয়ে নিজেই করেন এডিটিং।
ঠিক এভাবে তৈরি করা একটি গান নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে এসেছেন সঙ্গীতশিল্পী আরজীন।
গানের শিরোনাম ‘ফিরে আয়’। গানটি এরই মধ্যে শ্রোতাপ্রিয়তা পেয়েছে বলে জানিয়েছেন এ শিল্পী।
আরজীন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে বসবাসকারী একজন বাঙালি সঙ্গীতশিল্পী। সেখানে বিভিন্ন স্থানীয় অনুষ্ঠানে গান পরিবেশন করেন তিনি।
মুসাফির, অস্তিত্ব এবং অপারেশন অগ্নিপথ ছবির জন্যও গান লিখেছেন আরজীন।
বর্তমানে তিনি লস এঞ্জেলেস এ পণ্ডিত গিরীশ চট্টোপাধ্যায়ের নিকট হিন্দুস্তানি ক্লাসিক্যাল সঙ্গীতের ওপর তালিম নিচ্ছেন।
তার পরবর্তী গান ‘প্রেম দম্ভ’ আমেরিকার প্রসিদ্ধ মিউজিক লেভেল পিঙ্ক টারবান থেকে মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 

























