ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল দাবি আদায় না হলে সারারাত ইসি অবরুদ্ধ রাখবে ছাত্রদল নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব নতুন করে সুরক্ষিত হয়েছে চব্বিশে: তারেক রহমান গুলশানে একটি ভাড়া বাসা থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ ৩ ইস্যুতে নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি ছাত্রদলের আবারও বিক্ষোভে নামার ডাক রেজা পাহলভির, মেলেনি সাড়া

মেসি গ্যালারিতে বার্সা জয়ে

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ছেলে থিয়াগোকে নিয়ে দর্শক গ্যালারিতে লিওনেল মেসি। চোট তাকে ছিটকে দিয়েছে। তাতে আটকায়নি বার্সেলোনার জয়। বুধবার রাতে ন্যুক্যাম্পে তারা ২-০ গোলে হারায় ইন্টার মিলানকে। মেসির বদলে খেলতে নামা রাফিনহা এবং জর্ডি আলবা কাতালানদের দুই গোলদাতা। চ্যাম্পিয়ন্স লিগের বি-গ্রুপে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা।

বরুশিয়া ডর্টমুন্ড ৪-০ গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে উড়িয়ে দেয়। এদিকে যোগ করা সময়ে অ্যাঞ্জেল ডি মারিয়ার তাক লাগানো গোলে পিএসজি হার এড়ায়। ২-২ গোলে তাদের রুখে দেয় নাপোলি। রাতের অপর ম্যাচে রেড স্টার বেলগ্রেডকে ৪-০ গোলে বিধ্বস্ত করে লিভারপুল জায়গা করে নেয় সি-গ্রুপের শীর্ষে। মোহামেদ সালাহ দু-দুবার বল জালে পাঠিয়ে লিভারপুলের হয়ে গোলের ‘হাফ সেঞ্চুরি’ পূর্ণ করেন।

স্কোরলাইনে ফুটে ওঠেনি বার্সেলোনার আধিপত্য। সুয়ারেজ-কুতিনহোরা সহজ সুযোগ নষ্ট না করলে ব্যবধান বাড়ত আরও। চোটের কারণে মাঠের বাইরে থাকা আর্জেন্টাইন তারকা মেসিকে ছাড়া খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে বার্সেলোনা।

৩২ মিনিটে সুয়ারেজের ক্রস ছোট ডি-বক্সের বাইরে পেয়ে বাঁ-পায়ের ভলিতে দলকে এগিয়ে দেন বার্সার ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনহা। ৮৩ মিনিটে আলবার গোলে জয় নিশ্চিত হয় বার্সেলোনার। ইভান রাকিতিচের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে বাঁ-পায়ের কোনাকুনি শটে ঠিকানায় পাঠান স্পেনের ডিফেন্ডার আলবা।

নাপোলির বিপক্ষে পিছিয়ে পড়ার পর আত্মঘাতী গোলে সমতায় ফিরেছিল পিএসজি। কিন্তু নেইমার-কিলিয়ান এমবাপ্পে-এডিনসন কাভানিতে সাজানো আক্রমণভাগ কাক্সিক্ষত গোল পেতে ব্যর্থ হল। উল্টো ৭৭ মিনিটে আবারও পিছিয়ে পড়ার পর অন্তিম মুহূর্তে গোল করে দলকে এক পয়েন্ট এনে দেন ডি মারিয়া। তিন ম্যাচে একটি করে জয়, হার ও ড্র টমাস টুখেলের দলের।

এদিকে মোহামেদ সালাহর জোড়া গোল এবং রবার্তো ফিরমিনো ও সাদিও মানের লক্ষ্যভেদে সার্বিয়ার ক্লাব রেড স্টার বেলগ্রেডকে উড়িয়ে দিল লিভারপুল। অ্যানফিল্ডে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ম্যাচটি ৪-০ গোলে জেতে লিভারপুল। পিএসজিকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা দলটি গত রাউন্ডে নাপোলির মাঠে হেরেছিল।

একনজরে ফল :

ডর্টমুন্ড ৪ : ০ অ্যাটলেটিকো

আইন্ডহোভেন ২ : ২ টটেনহ্যাম

বার্সেলোনা ২ : ০ ইন্টার মিলান

পিএসজি ২ : ২ নাপোলি

লিভারপুল ৪ : ০ রেড স্টার

পোর্তো ৩ : ১ লোকোমোতিভ

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ বছর পর চাঁদের উদ্দেশে মানুষ পাঠানোর প্রস্তুতি শুরু

মেসি গ্যালারিতে বার্সা জয়ে

আপডেট সময় ১১:২৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ছেলে থিয়াগোকে নিয়ে দর্শক গ্যালারিতে লিওনেল মেসি। চোট তাকে ছিটকে দিয়েছে। তাতে আটকায়নি বার্সেলোনার জয়। বুধবার রাতে ন্যুক্যাম্পে তারা ২-০ গোলে হারায় ইন্টার মিলানকে। মেসির বদলে খেলতে নামা রাফিনহা এবং জর্ডি আলবা কাতালানদের দুই গোলদাতা। চ্যাম্পিয়ন্স লিগের বি-গ্রুপে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা।

বরুশিয়া ডর্টমুন্ড ৪-০ গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে উড়িয়ে দেয়। এদিকে যোগ করা সময়ে অ্যাঞ্জেল ডি মারিয়ার তাক লাগানো গোলে পিএসজি হার এড়ায়। ২-২ গোলে তাদের রুখে দেয় নাপোলি। রাতের অপর ম্যাচে রেড স্টার বেলগ্রেডকে ৪-০ গোলে বিধ্বস্ত করে লিভারপুল জায়গা করে নেয় সি-গ্রুপের শীর্ষে। মোহামেদ সালাহ দু-দুবার বল জালে পাঠিয়ে লিভারপুলের হয়ে গোলের ‘হাফ সেঞ্চুরি’ পূর্ণ করেন।

স্কোরলাইনে ফুটে ওঠেনি বার্সেলোনার আধিপত্য। সুয়ারেজ-কুতিনহোরা সহজ সুযোগ নষ্ট না করলে ব্যবধান বাড়ত আরও। চোটের কারণে মাঠের বাইরে থাকা আর্জেন্টাইন তারকা মেসিকে ছাড়া খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে বার্সেলোনা।

৩২ মিনিটে সুয়ারেজের ক্রস ছোট ডি-বক্সের বাইরে পেয়ে বাঁ-পায়ের ভলিতে দলকে এগিয়ে দেন বার্সার ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনহা। ৮৩ মিনিটে আলবার গোলে জয় নিশ্চিত হয় বার্সেলোনার। ইভান রাকিতিচের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে বাঁ-পায়ের কোনাকুনি শটে ঠিকানায় পাঠান স্পেনের ডিফেন্ডার আলবা।

নাপোলির বিপক্ষে পিছিয়ে পড়ার পর আত্মঘাতী গোলে সমতায় ফিরেছিল পিএসজি। কিন্তু নেইমার-কিলিয়ান এমবাপ্পে-এডিনসন কাভানিতে সাজানো আক্রমণভাগ কাক্সিক্ষত গোল পেতে ব্যর্থ হল। উল্টো ৭৭ মিনিটে আবারও পিছিয়ে পড়ার পর অন্তিম মুহূর্তে গোল করে দলকে এক পয়েন্ট এনে দেন ডি মারিয়া। তিন ম্যাচে একটি করে জয়, হার ও ড্র টমাস টুখেলের দলের।

এদিকে মোহামেদ সালাহর জোড়া গোল এবং রবার্তো ফিরমিনো ও সাদিও মানের লক্ষ্যভেদে সার্বিয়ার ক্লাব রেড স্টার বেলগ্রেডকে উড়িয়ে দিল লিভারপুল। অ্যানফিল্ডে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ম্যাচটি ৪-০ গোলে জেতে লিভারপুল। পিএসজিকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা দলটি গত রাউন্ডে নাপোলির মাঠে হেরেছিল।

একনজরে ফল :

ডর্টমুন্ড ৪ : ০ অ্যাটলেটিকো

আইন্ডহোভেন ২ : ২ টটেনহ্যাম

বার্সেলোনা ২ : ০ ইন্টার মিলান

পিএসজি ২ : ২ নাপোলি

লিভারপুল ৪ : ০ রেড স্টার

পোর্তো ৩ : ১ লোকোমোতিভ