অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
১৮ অক্টোবর রাতে স্থানীয় একটি হোটেলে হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জের ভাটিবাংলা গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি এবং রিয়াদ জেলা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গিয়াস উদ্দিন আহমেদ শাহবাজ স্মরণে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল হাসনাত সুমন পাটোওয়ারী এবং সঞ্চালনা করেন সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন তানিম।
শোকসভায় বক্তব্য রাখেন ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বিজ্ঞানী ড. রেজাউল করিম, রিয়াদ প্রাদেশিক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আব্দুস সালাম, ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মহিউদ্দিন, আব্দুর রহমান চৌধুরী, মির্জা হেলাল উদ্দীন ফিরোজ, শহিদ উল্লাহ ভূঁইয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জহিরুল হক ভূঁইয়া, আওয়ামী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এসকান্দার আলী খান, মহানগর যুবলীগের সভাপতি শওকত ওসমান, সাধারণ সম্পাদক, শহিদ মাতবর, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ লিয়াকত আহমেদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, মুছা খান বাবু, রিয়াদ জেলা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এমআরএইচ ভূঁইয়া রফিক, লিটন হোসেন লিটু মোল্লা, সাইফুর রহমান নিটুল, আক্তার হোসেন, দফতর সম্পাদক শাহজাদা আরমান, রুবেল দাড়িয়া, বিএম সোবহান প্রমুখ।
সভায় প্রবাসীদের মৃতদেহ সরকারি খরচে দেশে পাঠানোর দাবি জানান সৌদি প্রবাসীরা।
প্রবাসীদের মৃতদেহ প্রেরণে বিভিন্ন ভোগান্তি ও অর্থাভাবে অসহায় প্রবাসীর লাশ মাসের পর মাস এমনকি বছর পর্যন্ত হিমাগারে পড়ে থাকে বলে তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে বক্তারা এ দাবি করেন।
আকাশ নিউজ ডেস্ক 

























