আকাশ স্পোর্টস ডেস্ক:
ক্রীড়াঙ্গনে বইছে জাতীয় নির্বাচনের হাওয়া। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্রীড়াব্যক্তিত্বরা তৎপর। আওয়ামী লীগ-বিএনপির মনোনয়ন পাওয়ার জন্য তাদের মধ্যে শুরু হয়েছে ইঁদুরদৌড় খেলা। খেলার মাঠ ছেড়ে সবাই দলীয় অফিসে যাতায়াত করছেন। শীর্ষ রাজনৈতিক ব্যক্তিদের বাসাবাড়িতেও যাচ্ছেন কেউ কেউ। মনোনয়ন নিশ্চিত করার জন্য নিজস্ব নির্বাচনী এলাকা সফর করছেন অনেকেই। এখন সময় দিচ্ছেন নিজস্ব এলাকায় সামনের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য।
এবারের সংসদ নির্বাচনে প্রায় অর্ধশত ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড় অংশ নেবেন। এদের মধ্যে ফুটবল, ক্রিকেট, হকি সংগঠকের পাশাপাশি সাঁতার, অ্যাথলেটিক্স, রোইং, সাইক্লিং, ভলিবলের সংগঠকরাও রয়েছেন। নির্বাচন করবেন এককালের সাড়া জাগানো ফুটবলার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, আবদুস সালাম মুর্শেদী, খুরশিদ আলম বাবুল, আরিফ খান জয়, আমিনুল হক, সাইদুর রহমান প্যাটেল ও ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয়।
জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ-বিএনপির মতো ক্রীড়াঙ্গনে প্রাধান্য বিস্তার করে রেখেছেন মোহামেডান-আবাহনীর সংগঠকরা। এই দু’ক্লাবের কর্মকর্তারাই নির্বাচনের দৌড়ে এগিয়ে রয়েছেন। পাশাপাশি ব্রাদার্স, ওয়ারী, খুলনা, চট্টগ্রাম আবাহনীর সংগঠকরাও পিছিয়ে নেই। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফির আওয়ামী লীগের ব্যানারে নড়াইল সদর থেকে নির্বাচনে অংশ নেয়ার কথা শোনা যাচ্ছে। অলরাউন্ডার সাকিব আল হাসানেরও নির্বাচনে অংশ নেয়ার কথা বাতাসে ভাসছে।
সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বর্তমান যোগাযোগ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নোয়াখালী-৫ আসনের সাংসদ। এবারও এ আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার মাগুরা-২ আসনের সংসদ সদস্য।
সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের আহাদ আলী সরকার নাটোর-২, বিএনপি নেতা ঢাকার সাবেক মেয়র ও সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী সাদেক হোসেন খোকা ঢাকা-৬ থেকে নির্বাচন করতে চান। মামলা জটিলতার কারণে খোকা নির্বাচন করতে না পারলে এ আসনে তার ছেলের জন্য মনোনয়ন চাইবেন। নেত্রকোনা-৩ আসনের বর্তমান সংসদ সদস্য যুব ও ক্রীড়া উপমন্ত্রী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয় এবারও আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।
মোহামেডানের গভর্নিং বডির সাবেক সদস্য সচিব এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার ঠাকুরগাঁও থেকে নির্বাচন করবেন। আবাহনীর পরিচালক ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু কেরানীগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীক নিয়ে লড়বেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক ও আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশিদের লক্ষ্মীপুর-২ (রায়পুর-লক্ষ্মীপুর) থেকে ১৯৯৬ সালে উপ-নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। এবারও এ আসনে তার মনোনয়ন প্রায় নিশ্চিত বলে জানা গেছে।
বিসিবির দুই সাবেক সভাপতি আহম মোস্তফা কামাল (কুমিল্লা-১০) ও সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯) এবং বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন (কিশোরগঞ্জ-৬) তাদের নিজ নিজ আসনের বর্তমান সংসদ সদস্য। তারা তিনজনই আবাহনীর পরিচালক। এবারের নির্বাচনেও এ তিন ক্রিকেট ব্যক্তিত্ব আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন। তবে শোনা যাচ্ছে ঢাকা-৯ আসনে বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোজাফফর হোসেন পল্টুও মনোনয়ন চাইছেন।
ঢাকা মোহামেডানের সাবেক সহ-সভাপতি শরিফুল আলম কিশোরগঞ্জ-৭ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বিএনপির টিকিটে নির্বাচন করবেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও আবাহনীর ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ যশোর-৩ আসনে সংসদ সদস্য। এবারও তিনি একই আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন।
ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী মির্জা আব্বাস এবার ঢাকা-৮ ও ৯ উভয় আসন থেকে মনোনয়ন চাইছেন। বাফুফের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও রেফারি, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি পার্বত্য বান্দরবান জেলা-৩০০ আসনে, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সাবেক সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মানু দিনাজপুর-২ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচন করবেন। এ আসনে মানু তিনবার এমপি নির্বাচিত হয়েছিলেন।
সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফের সাধারণ সম্পাদক এবং সভাপতি বাণিজ্যমন্ত্রী বিএনপির মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ভোলা-৩ আসনে, বাফুফের সাবেক সভাপতি ও এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ চট্টগ্রাম-১৪ আসনে প্রার্থী হচ্ছেন। মোহামেডান গভর্নিং বডির সাবেক সদস্য সচিব মনিরুল হক চৌধুরী কুমিল্লা-১০ এবং কুমিল্লা-৬ উভয় আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। খুলনা আবাহনীর সভাপতি ও জাতীয় সংসদের সাবেক হুইপ এসএম মোস্তফা রশিদী সুজা (খুলনা-৪) মারা যাওয়ায় ওই আসনের উপ-নির্বাচনে এমপি হয়েছেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক তারকা ফুটবলার আবদুস সালাম মুর্শেদী।
আগামী নির্বাচনে তিনি এ আসন থেকেই মনোনয়ন চাইবেন। সুজার ছোট ভাই খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুর্তোজা রশিদী দারাও সালাম মুর্শেদীর শক্ত প্রতিপক্ষ। আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে তিনিও এগিয়ে থাকতে চান। সাবেক ফুটবলার ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ আসনের বর্তমান সংসদ সদস্য। এবারও নিজ দল জাতীয় সমাজতাতিন্ত্রক দল (জাসদ) থেকে নির্বাচন করবেন।
সাবেক ভলিবল খেলোয়াড় ও শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলন (চাঁদপুর-১) বিএনপির টিকিটে এবারও নির্বাচন করতে চান। মামলা জটিলতার কারণে মিলন নির্বাচন করতে না পারলে তার স্ত্রীর জন্য মনোনয়ন চাইবেন। আবাহনীর সাবেক সভাপতি চৌধুরী আকমল ইবনে ইউসুফ বিএনপি ফরিদপুর-৪ বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আবদুস সালাম ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর) আসনে মনোনয়ন চাইছেন। বিওএ’র সাবেক সভাপতি লে. জে. (অব.) মাহবুবুর রহমান দিনাজপুর-২ আসনে বিএনপির সংসদ সদস্য ছিলেন। এবার তিনি দিনাজপুর-৩ সদর থেকে মনোনয়ন চাইবেন।
ঢাকা আবাহনী লিমিটেডের পরিচালক খুলনা আবাহনীর পৃষ্ঠপোষক শেখ হেলাল (বাগেরহাট-১), বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি, আবাহনীর পরিচালক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের (রাজশাহী-৫) আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত। চাঁদপুর-৩ সদর আসনে বিএনপির সংসদ সদস্য ছিলেন বাফুফের সাবেক সভাপতি এসএ সুলতান। এ আসনে দলের মনোনয়ন চান আরামবাগ ক্রীড়া সংঘের সাবেক সভাপতি শেখ ফরিদউদ্দিন আহমদ মানিক। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ঢাকা-১৬ আসনের বিএনপির টিকিট চাইছেন।
বিওএ’র সাবেক সহ-সভাপতি লে. কর্নেল ফারুক খান এমপি গোপালগঞ্জ-১, আওয়ামী লীগেরও সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং সাবেক ফুটবলার দেওয়ান শফিউল আরেফিন টুটুল মানিকগঞ্জ-২ (সিংগাইর) আসনে, সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফের সাবেক সহ-সভাপতি বাদল রায় কুমিল্লা-২ আসনে, স্বাধীন বাংলা ফুটবল দলের প্রতিষ্ঠাতা সাইদুর রহমান প্যাটেল ঢাকা-৬, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয় মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর), শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি ও টেবিল টেনিস ফেডারেশনের সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আলম চৌধুরী মুন্সীগঞ্জ-১, সাবেক জাতীয় ফুটবলার মোহামেডানের ফুটবল কর্মকর্তা ও নাগরপুর থানা আওয়ামী লীগের উপদেষ্টা খুরশিদ আলম বাবুল টাঙ্গাইল-৬, নোয়াখালী-৪ আসনের বর্তমান সংসদ সদস্য সাবেক ফুটবলার একরামুল করিম চৌধুরী, বিসিবির সাবেক সহ-সভাপতি গাজী গোলাম দস্তগীর বীরপ্রতীক নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ), সাবেক অ্যাথলেট মাহবুব আরা বেগম গিনি গাইবান্ধা-২, বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ঢাকা-৭, জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল গাজীপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন।
সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ জাকের পার্টি থেকে ঢাকা-৫ ও ১৪ আসনে নির্বাচন করবেন। শেখ রাসেল ক্রীড়া চক্রের পৃষ্ঠপোষক জহিরুল হক মোহন নরসিংদী-৩ (শিবপুর), ফুটবল কমিটির চেয়ারম্যান শামসুল আলম চুন্নু বরিশাল-৬ (বাকেরগঞ্জ) ও চট্টগ্রাম আবাহনীর মহাসচিব শামসুল হক চৌধুরী পটিয়ায় আওয়ামী লীগের মনোনয়ন চাইছেন।
বাফুফের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেন, ক্রীড়া ব্যাক্তিত্বরা সংসদে, সংসদের বাইরে ও সরকারের নীতিনির্ধারণী ফোরামে ক্রীড়াঙ্গনের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।’
আকাশ নিউজ ডেস্ক 
























