আকাশ স্পোর্টস ডেস্ক:
বার্সেলোনায় এসেছেন সবে দু’মাস হল। এরই মধ্যে কোচের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে শুরু করে দিয়েছেন।
বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে শুরুর একাদশে জায়গা না পাওয়ায় প্রকাশ্যেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদাল।
নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন হতাশার ইমোজি! ভিদালের এ কাণ্ডে জল্পনা শুরু হয়ে গেছে। কেউ বলছেন বার্সেলোনার সুখের ঘরে ‘বিষফোঁড়া’ হতে যাচ্ছেন তিনি।
কারও মতে, ভিদাল হতে যাচ্ছেন কোচ আর্নেস্তো ভালভার্দের মাথাব্যথার কারণ।
ভিদালের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বার্সেলোনা অবশ্য খুশি! শুরুর একাদশে জায়গা না পেয়ে যদি ভিদাল ক্ষুব্ধ না হতেন, সেটাই হতো সমস্যার কারণ। ভিদালের হতাশ হওয়াটাকে স্বাভাবিক বলে মানছে বার্সেলোনা।
বার্সেলোনার জার্সি গায়ে এরই মধ্যে সব মিলে নয়টি ম্যাচ খেলেছেন ৩১ বছর বয়সী ভিদাল। এর বেশিরভাগই খেলেছেন বদলি হিসেবে। বুধবার টটেনহ্যামের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও বদলি হিসেবে তাকে মাঠে নামান কোচ।
কোচ ভালভার্দে এদিন বিশ্রাম দেন ফ্রান্সের তরুণ উইঙ্গার উসমান দেম্বেলেকে। দেম্বেলের বিশ্রাম ভিদালকে আশাবাদী করে তুলেছিল শুরুর একাদশে জায়গা পাওয়ার ব্যাপারে। কিন্তু ভালভার্দে শুরুর একাদশে নামান ব্রাজিলের তরুণ মিডফিল্ডার আর্থার মেলোকে। ভিদালকে বসিয়ে রাখেন বেঞ্চে।
ম্যাচের পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হতাশ মুখের ইমোজি পোস্ট করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ভিদাল। রিজার্ভ বেঞ্চে বসে থাকার সময়ও তার চোখে-মুখে হতাশার ছাপ ছিল স্পষ্ট। কেউ কেউ অবশ্য বলছেন শুরুর একাদশে জায়গা না পাওয়ার জন্য নয়, ভিদালের হতাশাটা ম্যাচের একেবারে অন্তিত মুহূর্তে মাঠে নামানোর জন্য!
আকাশ নিউজ ডেস্ক 

























