আকাশ স্পোর্টস ডেস্ক:
সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলায় ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
শুক্রবার সন্ধ্যা ৭টায় থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভুটান। এদিন শুরু থেকেই মাঠে একক আধিপত্য বিস্তার করে বাংলাদেশ।
খেলার ১ মিনিটে তহুরার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ৪৮ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মিশরাত জাহান।
খেলার ৬০ মিনিটে গোল করে বাংলাদেশ দলকে ৩-০তে এগিয়ে নেন কৃষ্ণা রানী। খেলার একিবারে শেষ মুহূর্তে বাংলাদেশ দলের হয়ে জয় সূচক শেষ গোলটি করেন শামসুন্নাহার।
আকাশ নিউজ ডেস্ক 

























