অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ফ্রান্স ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার প্যারিসের বাংলাদেশ অভারভিলা জামে মসজিদে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
পরে মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য প্রার্থনা করা হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ফ্রান্স ছাত্রলীগের সভাপতি তাজেল আহমেদ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা জামিলুর ইসলাম মিয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়ছল উদ্দিন, ফ্রান্স ছাত্রলীগের সহ-সভাপতি, ইমদাদুর রহমান বুলবুল, সাবেক সহ-সভাপতি শরিফ আহমেদ, যুবলীগ নেতা শাহেদ আহমেদ।
সাধারণ সম্পাদক সোহাগ সারোয়ার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আলী, সাংগঠনিক সম্পাদক সাদিকুল ইসলাম সানি, ছাত্রলীগ নেতা মাসুম আহমেদ, মেহেরুল হাসান শাওন, দুলাল আহমেদ, আলামিন আফিক, তৌহিদুর ইসলাম লিমন, আমিনুল ইসলাম, সুমন সরকার, আসিফ শোভন, আকরাম আহমেদ।
আকাশ নিউজ ডেস্ক 

























