আকাশ বিনোদন ডেস্ক:
সঙ্গীতাঙ্গনে ফিরছেন তরুণ কণ্ঠশিল্পী আসিফ ইকবাল। ৩ বছর আগে ‘আপন মানুষ’ গানটি করে বেশ জনপ্রিয়তা পান সম্ভাবনাময় এ সঙ্গীতশিল্পী। এরপর হঠাৎ করেই যেন অন্তরালে চলে যান আসিফ।
অবশেষে ‘আপন মানুষ-২’ নিয়ে ফিরছেন তরুণ এই সঙ্গীতশিল্পী। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম রবি। কে এইচ আকাশের সুরে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন রানা আখন্দ।
এরই মধ্যে নির্মিত হয়েছে গানটির নান্দনিক একটি মিউজিক ভিডিও। পূবাইলের মনোরম পরিবেশে ভিডিওটি ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পী আসিফ ইকবাল।
গানটির কথার সঙ্গে মিল রেখে মিউজিক ভিডিওর হৃদয়গ্রাহী একটি গল্প সাজিয়েছেন রবিউল ইসলাম রবি। এটি নির্মাণ করেছেন ফিরোজ সরকার।
ফটোসেশনে গানের কলাকুশলীরা :
নতুন এই প্রয়াস নিয়ে আসিফ ইকবাল বলেন, ‘এখন শুধু গান নিয়েই ভাবছি। এরই মধ্যে বেশ কিছু গানের অডিও-ভিডিও’র কাজ সম্পন্ন করেছি। এখন একটার পর একটা রিলিজ হবে। আপন মানুষ-২ গানটির কথা ও সুর খুবই চমৎকার। আসিফ ইকবাল বলেন, গানটি নিয়ে আমি খুব আশাবাদী। আশা করি, গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে।
আকাশ নিউজ ডেস্ক 

























