আকাশ বিনোদন ডেস্ক:
সাত বছরের সম্পর্কের ইতি টেনে বিয়ের পিঁড়িতে বসছেন টালিউডের জনপ্রিয় দুই তারকা অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা। টলি ইন্ডাস্ট্রিতে গুঞ্জন- আগামী ফেব্রুয়ারির শেষের দিকে নাকি বিয়ে করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। শোনা যাচ্ছে, ২০ ফেব্রুয়ারি ২০১৯-এ প্রথমে রেজিস্ট্রি, তার পর সামাজিকভাবে অনুষ্ঠান করে বিয়ে করবেন তারা।
সম্প্রতি এক সাক্ষাতকারে অঙ্কুশের কাছে প্রশ্ন আসে, ঐন্দ্রিলাকে বিয়ে করছেন কবে। জবাবে টলিউডের এ হার্টথ্রব বলেন, ‘এক বছরের মধ্যেই। সাত বছরেরও বেশি সময় ধরে প্রেম করছি। এবার ঘর বাঁধার সময় এসেছে।’
মাঝেমধ্যে বিয়ের খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিলেও অভিনেত্রী ঐন্দ্রিলার সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে কোনোদিন লুকোছাপা করেননি অঙ্কুশ। ঐন্দ্রিলার সিরিয়ালের শুটিং ফ্লোরে মাঝে মাঝেই দেখা যায় তাকে।
অঙ্কুশ বর্তমানে ব্যস্ত ‘ভিলেন’ ছবির কাজে। বাবা যাদবের পরিচালনায় এ ছবির প্রযোজক শ্রীকান্ত মোহতা। নায়িকা মিমি চক্রবর্তী। যিনি এর আগে ২০১৬ সালে অঙ্কুশের বিপরীতে ‘কী করে তোকে বলব’ ছবিতে কাজ করেছেন।
অন্যদিকে, অভিনেত্রী ঐন্দ্রিলা ব্যস্ত তার সিরিয়াল নিয়ে। স্টার জলসা ও জি-বাংলার বেশ কয়েকটি জনপ্রিয় সিরিয়ালে দেখা গেছে তাকে। এখনও চলছে একাধিক সিরিয়াল। শিশুশিল্পী হিসেবে তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। সূত্র: আনন্দবাজার পত্রিকা
আকাশ নিউজ ডেস্ক 

























